ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রায়গঞ্জে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস

 


অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তি গ্রেফতার 



বিশ্বরূপ দে  : রায়গঞ্জের একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানায় হানা দিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করলো করনদীঘি থানার পুলিশ । 

  অত্যন্ত গোপন ও বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ জেলা অন্তর্গত করনদীঘি থানার পুলিশ করনদীঘি ভাগশালা গ্রামের একটি গোপন ডেরায় হানা দেয় । সূত্রের খবর অনুযায়ী, বিগত কয়েকমাস ধরেই এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা লক্ষ করছিলেন স্থানীয় মানুষ । স্থানীয় সূত্রের মাধ্যমে সেই খবর পায় পুলিশ । করনদীঘি থানার পুলিশ সন্দেহভাজনদের চলাফেরা, গতিবিধি ও উদ্দেশ্যের প্রতি নজর রাখতে গ্রামে খোঁজ খবর নেওয়া শুরু করে এবং গোপন সোর্স ব্যবহার করে । সেই সোর্সের মাধ্যমেই পুলিশ জানতে পারে যে ভাগশালা গ্রামে কয়েকদিন ধরেই গড়ে উঠেছে আগ্নেয়াস্ত্র তৈরির একটি বেআইনি কারখানা । খবরের সত্যতা নিশ্চিত করে করনদীঘি থানার বিশাল পুলিশ বাহিনী ভাগশালা গ্রামের অস্ত্র তৈরি কারখানায় হানা দিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করে । এই ঘটনায় ওই অস্ত্র কারখানার দুজন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে করনদীঘি থানার পুলিশ । 

  এই ঘটনার অন্তরালে মূল ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করেছে করনদীঘি থানার পুলিশ ।

Post a Comment

0 Comments