ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সুন্দরবনের শতাব্দী প্রাচীন গৌড়েশ্বর নদীতে নৌকাবাইচ

সুন্দরবনে গঙ্গা জলে গঙ্গা পূজো, গৌড়েশ্বর এ নৌকা বাইচ আজও প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে

 উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লক ১ নম্বর, স্যান্ডেল বিল গ্রামে গৌড়েশ্বর নদীতে প্রায় তিন ঘণ্টা ধরে পাঁচ কিলোমিটার নদীবক্ষে ১৬,দলের নৌকা বাইচ প্রতিযোগীতা হয় । আর এই প্রতিযোগিতাা দেখতে সুন্দরবনের দুই প্রান্তের মানুষ নদীর পাড়ে ভিড় জমান।

 বহু প্রাচীনকাল থেকে এই নৌকা বাইচ হয়ে আসছে। সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবিকা বলতে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা । তাই সারাবছরই নদীতে নৌকা চালিয়ে সংসারের দৈনন্দিন জীবন এর ওপরে নির্ভরশীল হতে হয় ।

 একদিকে কালীপুজোর উপলক্ষে সব সম্প্রদায়ের মানুষ ভিড় জমান গৌড়েশ্বর নদীবক্ষে, সম্প্রীতির বার্তার জন্য  প্রথমে গঙ্গা পুজো করে মাঝি মোল্লারা নদীতে নামেনন তারপর এই প্রতিযোগিতা শুরু হয় । হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল ,তৃণমূল নেতা জয়নাল আবেদীন গাজী, ব্লকের সভাপতি আমিরুল ইসলাম সহ প্রশাসনিক আধিকারিকরা। এই নৌকা বাইচের মধ্য দিয়ে এক সম্প্রীতির জলছবি উঠে আসে গৌড়েশ্বর নদীবক্ষে। বাইট :জয়নাল আবেদীন গাজী (সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান), বাইট : দেবেশ মন্ডল (বিধায়ক হিঙ্গলগঞ্জ) ।

Post a Comment

0 Comments