ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বাঘের মুখ থেকে শিকার ছাড়িয়ে আনলো দুই সঙ্গী

 সুন্দরবনের জঙ্গলে বাঘে মানুষে লড়াই

বিশ্বরূপ দে : কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে আবারও বাঘের মুখে পড়লো কুলতলির দেউলবাড়ি অঞ্চলের বাসিন্দা লক্ষিন্দর সাঁপুই । টানা এক ঘন্টা ক্ষুধার্থ বাঘের সাথে শ্বাসরুদ্ধ লড়াইয়ের পর শেষমেষ লক্ষিন্দরকে বাঘের মুখ থেকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে তার দুই সাথী সৌমিত্র হালদার ও ইব্রাহিম লস্কর । 

  গত সোমবার (১লা নভেম্বর) দক্ষিণ ২৪ পরগণার কুলতলি ব্লকের দেউলবাড়ি অঞ্চলের বাসিন্দা লক্ষিন্দর সাঁপুই, সৌমিত্র হালদার ও ইব্রাহিম লস্কর সুন্দরবনের টাইগার রেঞ্জ অন্তর্ভুক্ত বেনিফেলি জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে যায় । সোমবার (৮ই নভেম্বর) ভোরবেলায় জঙ্গল সংলগ্ন নদীর চড়ে কাঁকড়া সংগ্রহ করার সময় হঠাৎই একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে অতি সন্তর্পনে আচমকাই ঝাঁপিয়ে পড়ে লক্ষিন্দরের ওপর । অনতি দূরেই কাঁকড়া সংগ্রহ করছিল তার অন্য দুই সঙ্গী । ভোরের আবছায়া আলোয় এই দৃশ্য চোখে পড়ার সাথে সাথেই সঙ্গীকে বাঁচাতে বাঘের দিকে ছুটে যায় সৌমিত্র ও ইব্রাহিম । ততক্ষনে বাঘটি প্রায় আয়ত্তে এনে ফেলেছিল শিকার । লক্ষিন্দরও নিজেকে বাঁচাতে বাঘের সাথে শেষলড়াই লড়ছিল । ঠিক সেই মুহূর্তেই বাঘের মুখোমুখি হয় তার দুই সাথী । শুরু হয় বাঘে মানুষে তুমুল লড়াই । অবশেষে লক্ষিন্দরকে ছেড়ে গর্জন করতে করতে জঙ্গলে ফিরে যেতে বাধ্য হয় বাঘ । 

  বাঘের কামড়ে গুরুতর জখম অবস্থায় লক্ষিন্দরকে নৌকায় তুলে লোকালয়তে নামিয়ে, সেখান থেকে প্রথমে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহত ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল ও পারিবারিক সূত্রের খবর ।

Post a Comment

0 Comments