ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

আন্তঃজেলা গাড়িচুরি ও পাচারচক্রের হদিস পেল বাঁকুড়া জেলা পুলিশ

 পাচারচক্রের ডেরায় হানা দিয়ে ২৯টি বাইক উদ্ধার করলো বিষ্ণুপুর থানার পুলিশ

বিশ্বরূপ দে :   সমগ্র জেলাজুড়ে নিজেদের ইনটেলিজেন্স নেটওয়ার্ক কাজে লাগিয়ে শনিবার, ২৭শে নভেম্বর আন্তঃজেলা যানবাহন চুরি ও পাচার চক্রের একটি গোপন ডেরায় হানা দিয়ে, চুরি যাওয়া ২৯টি বাইক উদ্ধার করলো বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশবাহিনী ।

  বিগত কয়েকমাস যাবৎ বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকার শহর ও গ্রামাঞ্চল থেকে দিনে দুপুরে বাইক ও টোটো চুরি যাওয়ার ঘটনা ঘটে চলেছিল । ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে এই ঘটনার অন্তরালে কোন আন্তঃজেলা চুরি ও পাচার চক্রের প্ৰত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে । কিন্তু চুরি যাওয়া গাড়ি ও পাচার চক্রের কোন সন্ধান পাচ্ছিলো না পুলিশ । দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় । অবশেষে বিশেষ ইনটেলিজেন্স সূত্রের খবর মারফৎ শনিবার, ২৭শে নভেম্বর আন্তঃজেলা যানবাহন চুরি ও পাচারচক্রের একটি গোপন ডেরায় হানা দিয়ে একসাথে ২৯টি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে বাঁকুড়া জেলা অন্তর্গত বিষ্ণুপুর থানার পুলিশ । এর আগেও জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে ১২২টি চুরি যাওয়া বাইক ও ২৪টি টোটো গাড়ি উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশবাহিনী । 

  এই ঘটনায় বিষ্ণুপুর সহ অন্যান্য থানা এলাকার বাদিন্দারাও পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ।

Post a Comment

0 Comments