অসুস্থ ব্যক্তির প্রাণ বাঁচালেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাইপাসের ওপর বারাসত থেকে গড়িয়াগামী একটি চলন্ত বাসের মধ্যে শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক প্রবীণ নাগরিক । বাসের অন্যান্য যাত্রীদের চিৎকারে বাস চালক গাড়িটিকে দাঁড় করিয়ে দেন । ছুটে আসেন রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ । অসুস্থ ওই যাত্রীকে নিয়ে পুলিশ ও বাসের অন্যান্য যাত্রীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন । পুলিশের ওয়াকিটকি মারফৎ খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌছন কলকাতা পুলিশের তিলজলা ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তী । অসুস্থ ব্যক্তির অবস্থা দেখে তিনি সাথে সাথেই একটি এম্বুলেন্স ডাকেন এবং তাঁকে অক্সিজেন দেওয়ার বন্দোবস্ত করেন । তারপর ওই অফিসারের তৎপরতায় অসুস্থ ব্যক্তিকে নিকটস্থ একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা তাঁর চিকিৎসা শুরু করেন । ওই ব্যক্তির সাথে থাকা পরিচয় পত্র দেখে জানা যায় তাঁর নাম শংকর কর । প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তি কিছুটা স্বস্তি অনুভব করলে তাঁর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করা হয় । হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী আপাতত সুস্থ আছেন শংকর বাবু ।
তবে তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী যদি যথা সময়ে তাঁকে হাসপাতালে না পৌছতেন তাহলে ওই ব্যক্তির শারীরিক অবস্থা জটিল হয়ে উঠতো বলেই জানিয়েছেন চিকিৎসকেরা । এই ঘটনায় ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানিয়েছেন শংকর বাবুর বাড়ির লোকজন ।
0 Comments