ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মানবিকতার নজির গড়লো কলকাতা পুলিশ

অসুস্থ ব্যক্তির প্রাণ বাঁচালেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী



বিশ্বরূপ দে  :  আজ বাইপাসের ওপর চলন্ত বাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়া এক প্রবীণ নাগরিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তী । 

  পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার বাইপাসের ওপর বারাসত থেকে গড়িয়াগামী একটি চলন্ত বাসের মধ্যে শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক প্রবীণ নাগরিক । বাসের অন্যান্য যাত্রীদের চিৎকারে বাস চালক গাড়িটিকে দাঁড় করিয়ে দেন । ছুটে আসেন রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ । অসুস্থ ওই যাত্রীকে নিয়ে পুলিশ ও বাসের অন্যান্য যাত্রীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন । পুলিশের ওয়াকিটকি মারফৎ খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌছন কলকাতা পুলিশের তিলজলা ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তী । অসুস্থ ব্যক্তির অবস্থা দেখে তিনি সাথে সাথেই একটি এম্বুলেন্স ডাকেন এবং তাঁকে অক্সিজেন দেওয়ার বন্দোবস্ত করেন । তারপর ওই অফিসারের তৎপরতায় অসুস্থ ব্যক্তিকে নিকটস্থ একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা তাঁর চিকিৎসা শুরু করেন । ওই ব্যক্তির সাথে থাকা পরিচয় পত্র দেখে জানা যায় তাঁর নাম শংকর কর । প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তি কিছুটা স্বস্তি অনুভব করলে তাঁর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করা হয় । হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী আপাতত সুস্থ আছেন শংকর বাবু । 


  তবে তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী যদি যথা সময়ে তাঁকে হাসপাতালে না পৌছতেন তাহলে ওই ব্যক্তির শারীরিক অবস্থা জটিল হয়ে উঠতো বলেই জানিয়েছেন চিকিৎসকেরা । এই ঘটনায় ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানিয়েছেন শংকর বাবুর বাড়ির লোকজন ।

Post a Comment

0 Comments