ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বন্যপ্রাণ সচেতনতায় কলকাতা পুলিশ

বন্যপ্রাণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ নিল কলকাতা পুলিশ


বিশ্বরূপ দে  : একদিকে ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরদিকে বিশ্বজুড়ে গড়ে ওঠা কংক্রিটের জঙ্গল । এই দুইয়ের করাল গ্রাসে আজ বিপন্ন বন্যপ্রাণ । বন্যপ্রাণের এই বিপন্নতার কারণেই আজ ক্রমশ ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি ও পরিবেশ । ফলস্বরূপ মাত্রাতিরিক্ত দূষণ ও মহামারি । মানুষ তার নিজের স্বার্থ চরিতার্থ করতেই অবাধে ধ্বংস করে চলেছে বন্যপ্রাণ । আর এই ধ্বংসলীলা যদি চলতেই থাকে, তাহলে অচিরেই ধ্বংস হবে মানবসভ্যতা । 

  সরকার এবং দেশ বিদেশের বহু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বন্যপ্রাণ রক্ষা ও সংরক্ষণ বিষয়ক নানা পরিকল্পনা, আলোচনা ও বার্তা দেওয়া সত্বেও একদল অশিক্ষিত, বর্বর, কুচক্রী ও অসৎ মনোভাবাপন্ন মানুষের শিকার আজ বন্যপ্রাণ । "বন্যপ্রাণ সংরক্ষণ আইন"কে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়েই তারা অবাধে লুঠ ও ধ্বংস করে চলেছে বিশ্বব্যাপী অরণ্যের । এর ফলে বন্য জীবজন্তুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, পরিবেশ ও সমগ্র মানবজাতি । যদিও আইন বলবৎ করে বন্যপ্রাণ রক্ষা ও সংরক্ষণ করা কখনোই সম্ভব নয় । এর জন্য প্রয়োজন সচেতনতা । মানুষ সচেতন হলে তবেই সুরক্ষিত হবে বন্যপ্রাণ । সুরক্ষিত হবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য । সুরক্ষিত থাকবে বিশ্বমানব । প্রত্যেক মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতেই এবার উদ্যোগ নিল কলকাতা পুলিশ । 


  বন্যপ্রাণ রক্ষা ও প্রকৃতি-পরিবেশের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে রিপন স্ট্রিটে অবস্থিত কলকাতা পুলিশের "লাইমলাইট" ভবনে "বন্যপ্রাণ ও প্রকৃতি" বিষয়ক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কলকাতা পুলিশ । ১১ই ডিসেম্বর এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন কলকাতা পুলিশের মাননীয় নগরপাল শ্রী সৌমেন মিত্র । আগামী রবিবার অর্থাৎ ১৯শে ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য উন্মুক্ত থাকছে প্রদর্শনীর দরজা । ভারত ও আফ্রিকা সহ অন্যান্য দেশের বিভিন্ন জঙ্গল ও বন্যপ্রাণীদের মোট ৭২টি আলোকচিত্র রয়েছে এই প্রদর্শনীতে । প্রবেশ অবাধ ।

Post a Comment

0 Comments