ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

গোয়ার মানুষ বিশ্বাসযোগ্য পরিবর্তন খুঁজছেন - মমতা

গোয়ায় বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াই শুরু করার কথা বললেন মমতা

বিশ্বরূপ দে   :   দুদিনের গোয়া সফরে গিয়ে সেখানকার বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া হাউজের সম্পাদকদের সাথে সাক্ষাৎ করে আগামীদিনে গোয়ার উন্নয়ন ও গোয়ানিজদের আরো ভালো দিন উপহার দিতে অঙ্গীকার করেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ।

  এদিন গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে সেখানকার সমস্ত মিডিয়া হাউজের বিশিষ্ট সম্পাদকদের সাথে সাক্ষাৎ করেন তিনি এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পবিত্রতা রক্ষায় তাদের ভূমিকা ও অবদানকে স্যালুট জানান । এরপর গোয়ার তৃনমূল পরিবারের সাথে সাক্ষাৎপর্ব সারেন তিনি । মমতা বলেন," গোয়ার মানুষ সর্বভারতীয় তৃনমূল কংগ্রেসের ওপর যে আস্থা-ভরসা ও বিশ্বাস রেখেছে, তাতে সম্মান জানিয়ে গোয়ানিজদের অধিকারের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য" । বিজেপির স্বয়ংক্রিয় শক্তির বিরুদ্ধে তৃণমূলের লড়াইকে আরো শক্তিশালী করার জন্য গোয়ার যে সকল মানুষ আজ তৃণমূলের সাথে যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে স্বাগত জানিয়েছেন তিনি । 

  এ প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করে মমতা বন্দোপাধ্যায় বলেন,"বিজেপির একটি জিরো টলারেন্স ও জিরো শাসন নীতি রয়েছে এবং গোয়ার মানুষ যে কিছুতেই আর বিজেপিকে সহ্য করতে পারছেন না সেটা আমি বুঝি । গোয়ার মানুষ একটা পরিবর্তন খুঁজছেন । তারা বিশ্বাসযোগ্য পরিবর্তনের দাবি করেছেন । আমি আপনাদের সেটাই দিতে এসেছি । আমার বিশ্বাস যে "গোয়া তৃনমূল" এই রাজ্যকে আরো ভালো দিন দেখতে সাহায্য করবে"।

Post a Comment

0 Comments