ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

তৃণমূলের উন্নয়নকে "কসমেটিক উন্নয়ন" বললেন লিবারেশন প্রার্থী মিথিলেশ সিং

 পুর উন্নয়নে চরম গাফিলতি ও দুর্নীতিতে জর্জরিত ১২১ নং ওয়ার্ড


বিশ্বরূপ দে : তৃণমূলের উন্নয়নকে "কসমেটিক উন্নয়ন" খেতাব দিলেন কলকাতা পৌরসভার ১২১ নং ওয়ার্ডের সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী কমরেড মিথিলেশ সিং । 

  এলাকার নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, আবর্জনা, ১০০ দিনের কাজ সহ এলাকার পুর-উন্নয়নে চরম গাফিলতি ও দুর্নীতিতে জর্জরিত এই ওয়ার্ড বলে দাবি প্রার্থীর । এমনকি পুলিশ প্রশাসনকে অবগত করা সত্বেও সকলের নাকের ডগায় হয়েছে পুকুর বোজাইয়ের কাজ ।

প্রতিবাদ করার ইচ্ছে থাকলেও শাসকদলের চোখ রাঙানি ও সন্ত্রাসের ভয়ে মুখ বুজে থাকে এলাকাবাসী । কেন্দ্রের অপরিকল্পিত লকডাউনের ফলে একশ্রেণীর মানুষের কর্মহীনতা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম মূল্যবৃদ্ধির যাঁতাকলে পড়ে কোনমতে দিন গুজরান করা সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধার নামে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ত্রাণ বিলি করছে এরাজ্যের শাসকদল তথা সরকার । আর তাতেই সন্তুষ্ট থাকতে বাধ্য করা হচ্ছে সাধারণ মানুষকে । ফলস্বরূপ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গণতান্ত্রিক অধিকারের দাবিগুলির কথা প্রায় ভুলতেই বসেছে খেটে খাওয়া সাধারণ মানুষ । আর সেই সুযোগেই মানুষকে ক্রমশ প্রলোভনের রাজনীতিতে আবদ্ধ করে রাখতে চাইছে শাসকদল । 

  শাসকদলের এই ধাপ্পাবাজি ও মিথ্যাচারের প্রতিবাদে মানুষকে সচেতন করার লক্ষেই নির্বাচনে অংশগ্রহণ করা বলে জানিয়েছেন লিবারেশন প্রার্থী । 

  তিনি বলেন, শাসকদলের কাছ থেকে নির্বাচনী প্রচারে বাধার সম্মুখীন হয়েও এলাকার ছাত্রযুব ও মহিলা সহ সমস্ত শ্রমজীবী মানুষের সমর্থনে বুক চিতিয়ে লড়াই করে এগিয়ে চলেছে দল ও প্রত্যেক দলীয় কর্মী । তবে '২১-এর পুর নির্বাচনে শাসকদলের ভোট বেশ কিছুটা কমবে বলেই আশাবাদী লিবারেশন প্রার্থী মিথিলেশ সিং ।

Post a Comment

1 Comments

  1. This is the appropriate comment. Thanks to Mithilesh Singh for his struggles. Hope he will strong fright to his opponent candidate

    ReplyDelete