ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বাম ছাত্রদের ওপর হামলার বিরুদ্ধে "আইসা"-র প্রেস বিবৃতি

 হামলাকারীদের গ্রেফতারের দাবি জানালো নকশালপন্থী ছাত্র সংগঠন "আইসা"

বিশ্বরূপ দে  :  বৃহস্পতিবার সকালে হুগলির উত্তরপাড়া সংলগ্ন রাজা প্যারিমোহন কলেজের সামনে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের একটি জনসভা চলাকালীন সংগঠনের কর্মীদের ওপর রাজ্যের শাসকদল তৃণমূলের গুন্ডাবাহিনী দ্বারা হামলার প্রতিবাদে নিন্দা প্রকাশ করে এক প্রেস বিবৃতি জারি করে সিপিআই এমএল( লিবারেশন)-এর ছাত্র সংগঠন "অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন"(আইসা)।

  বিবৃতির মাধ্যমে সংগঠনের সভাপতি কমরেড চন্দ্রনারায়ণ ব্যানার্জি ও সম্পাদক কমরেড সৌরভ রায় বলেন,"রাজ্যের শাসকদলের অনুগামীদের বারংবার এই অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই আমরা । ২০২১-এ রাজ্যবাসী বিজেপি-বিরোধী গণরায়ে তৃণমূলকে যে যথেচ্ছাচার করার ছাড়পত্র দেয়নি, সেকথা শাসকদলের মনে রাখা দরকার । কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুখেই বিজেপির বিরোধিতা করছে তৃনমূল, অথচ রাজ্যজুড়ে আক্রমন নামিয়ে আনা হচ্ছে বামপন্থীদের ওপর"।

  বামপন্থী ছাত্রযুবরা যখনই রাজ্যের কোন দুর্নীতির বিরুদ্ধে বা সরকারের কাছে তাদের ন্যায্য দাবি  তুলে ধরে রাস্তায় আন্দোলনে নামে, তখনই পুলিশ বা দলের ঠ্যাঙ্গারে বাহিনী দ্বারা বাম ছাত্রযুবদের ওপর দমন-নিপীড়ন নীতি প্রয়োগ করা হয় । এর পরেও শাসকদল বিভিন্ন সভা-সমাবেশে রাজ্যবাসীর গণতান্ত্রিক অধিকারের বুলি আওড়ায় । তৃণমূলের এই চরম দ্বিচারিতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে লিবারেশনের ছাত্র সংগঠন "আইসা"। পাশাপাশি হুগলিতে সভা চলাকালীন এসএফআই কর্মীদের ওপর তৃণমূলী হামলাকারীদের চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে নকশালপন্থী ছাত্র সংগঠন "আইসা"।

Post a Comment

0 Comments