ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

৭৩নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা

কাজরী বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ

বিশ্বরূপ দে  ; জনস্বার্থ মামলা দায়ের করা হলো কলকাতা পুরসভার ৭৩নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে । রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে । পুর নির্বাচনের ঠিক দুদিন আগের মুহূর্তে এই ঘটনা বিরোধীদের বড় ষড়যন্ত্র বলেই মনে করছেন শাসকদলের একাংশ । কাজরী বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা ১৯ তারিখের পুরভোটে সামান্য হলেও প্রভাব ফেলবে এবং তা তৃণমূলের বিরুদ্ধেই যাবে, এমনটাই বলছেন রাজনৈতিক সমালোচক ও বিশেষজ্ঞরা । 

  নিজের ৩ কোটি ৮৬ লক্ষ ৮২ হাজার ৯৯৯ টাকার সম্পত্তির পরিমান নিজেই নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় জানিয়েছিলেন ৭৩নং ওয়ার্ডের এই তৃণমূল প্রার্থী কাজরী বন্দোপাধ্যায় । পাশাপাশি, কোন চাকরি বা এমন কোন বড় ব্যবসা তিনি করেন না বলেই কমিশনে জানিয়েছেন তিনি । তা সত্ত্বেও তাঁর সম্পত্তির পরিমাণ এত টাকা মূল্যের হয় কিভাবে ! তা জানতে চেয়েই আদালতে তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন বিশিষ্ট আইনজীবী ইমতিয়াজ আহমেদ । প্রার্থীর এই বিপুল পরিমাণ অর্থের সম্পত্তির বিষয়ে কোন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি জানিয়েছেন জনস্বার্থ মামলা দায়েরকারী ওই  আইনজীবী । 

  নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় কাজরী বন্দোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ৮৮৩ টাকা এবং স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৪১ লক্ষ ২৬ হাজার ১১৬ টাকা । এছাড়াও কালীঘাট, বোলপুর ও উড়িষ্যায় বেশ কিছু জমি রয়েছে তাঁর নামে । অথচ তাঁর স্বামীর সম্পত্তির মূল্য ৯৮ লক্ষ ২৪ হাজার টাকা । 

  নিজেকে একজন সমাজকর্মী বলে পরিচয় দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দোপাধ্যায়ের এত টাকার সম্পত্তি কিভাবে হলো জনস্বার্থ মামলার মাধ্যমে তা প্রকাশ্যে আনার দাবি তুলেছেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ । 

আদালতে তাঁর প্রশ্ন যে একজন সমাজকর্মীর এত টাকার সম্পত্তি হয় কিভাবে ?

Post a Comment

0 Comments