নিজস্ব প্রতিবেদক, সিউড়ি, ১৮ ডিসেম্বর : কয়লাখনি হলে উচ্ছেদ করা হবে আদিবাসীদের। এই জুজু দেখিয়ে ডেউচা-পাঁচামি কয়লা শিল্পাঞ্চলে কয়লাখনির বিপক্ষে জোট বাঁধার আহ্বান জানাল সেভ ডেমোক্রেসি। শনিবার প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দেওয়ানগঞ্জ খেলার মাঠে এক সভা থেকে এই আন্দোলনে নামার ডাক দেন সংগঠনের নেতারা। যদিও বীরভূম জেলা আদিবাসী গাঁওতা নেতৃত্বের দাবি স্থানীয় নয় বহিরাগত কিছু মানুষজনকে নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে কলকাতার কিছু মানুষ।
সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে শনিবার সেভ ডেমোক্রেসির হয়ে ডেউচা পাচামি প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলের দেওয়ানগঞ্জে জনসভা করেন। দিন তিনেক আগে এই জনসভার সমর্থনে বাইক মিছিল করে প্রকল্প এলাকায় লিফলেট ছড়ানো হয়েছিল আদিবাসীদের পক্ষে। সেভ ডেমোক্রেসির প্রত্যক্ষ সহযোগিতায় ডেউচা-পাঁচামি আদিবাসী জনজাতি ভূমিরক্ষা কমিটির ব্যানারে এদিনের সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "আদানি নামে এক ভদ্রলোক আছেন যিনি গুজরাটি। তিনি এই কয়লা খাদান টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন। যদি কয়লা হয় আপনার ঘরের কেউ কাজ পাবে না। আপনার ঘরের ছেলে মেয়েদের কুলি বানাবে।
আসল কাজ করবে ওই খাদান যিনি কিনবেন। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়ে কিনে নিয়েছেন। তারা কাজ পাবেন"। বীরভূম জেলা আদিবাসী উন্নয়ন গাওতার নেতা রবিন সরেন বলেন," আজকে যে বাম নেতারা এলাকায় মিটিং করতে এসেছিল তারা নন্দীগ্রাম সিঙ্গুরে কিভাবে শিল্পের জন্য জমি অধিগ্রহণের চেষ্টা করেছিল তা আমরা সবাই দেখেছি। এলাকার মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিনের বৈঠকে যারা এসেছিলেন তারা বেশিরভাগই শিল্পাঞ্চল এলাকার বাইরের মানুষ। দাবি মতো প্যাকেজ পেলে এলাকার আদিবাসী মানুষজন শিল্পের পক্ষে। সরকারি প্যাকেজে যেখানে উল্লেখ আছে সরকারি উদ্যোগের কয়লাখনি হবে এবং জমিদাতা সরকারি চাকরি পাবে সেখানে এদিনের সভায় থেকে বেসরকারিকরণের কথা বলেছে"।
0 Comments