গোয়েন্দা বিভাগের তল্লাশি অভিযানে আনন্দপুরে ধরা পড়লো ২০ বাংলাদেশি
বিশ্বরূপ দে : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরই কলকাতা পৌরসভা নির্বাচন । একদিকে জোরকদমে চলছে প্রত্যেক ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার, অন্যদিকে শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া বলবৎ করতে শহর জুড়ে পুলিশি বন্দোবস্ত ও প্রশাসনিক তৎপরতা । আর নির্বাচনের প্রায় অন্তিম লগ্নের ঠিক এই মুহূর্তেই খাস কলকাতা থেকে বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশিকে আটক করলো আনন্দপুর থানার পুলিশ । ১২ই ডিসেম্বর রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে এবং ঘুম উড়েছে কলকাতা পুলিশের ।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এক দাগী আসামীর সন্ধানে উত্তরপ্রদেশ থেকে এটিএসের একটি দল এসে পৌঁছয় কলকাতায় । এরপর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাথে যোগাযোগ করে তল্লাশির বিষয়ে তাদের সহযোগিতা করার জন্য আবেদন জানায় এটিএস । সোর্সের সূত্র ধরে রবিবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সাথে আনন্দপুরের গুলশন এলাকায় হানা দেয় এটিএস বাহিনী । সেখানকার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানোর পর ২০ জন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পরই তাদের আটক করে পুলিশ । জানা যায় তারা প্রত্যেকেই বাংলাদেশি । যদিও বাংলাদেশি নাগরিকত্বের কোন প্রমাণপত্র তারা দেখাতে পারে নি । আর তাতেই জোরালো হয় পুলিশের সন্দেহ । তৎক্ষণাৎ ওই ২০ জন অবৈধ বাংলাদেশিকে আটক করে নিয়ে আসা হয় আনন্দপুর থানায় । তাদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর ।
ধৃতদের কলকাতায় আসার উদ্দেশ্য এবং এদের পেছনে কোন বড় গোষ্ঠীর হাত রয়েছে কিনা বা আরো কতজন অবৈধ বাংলাদেশি কলকাতার কোন কোন অঞ্চলে ছড়িয়ে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে আনন্দপুর থানার পুলিশ ।
তবে পুর নির্বাচনের আগে খাস কলকাতায় ২০ জন অবৈধ বাংলাদেশির এসে পৌঁছনর মধ্যে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ।
0 Comments