ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

শিশুমনের বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া অত্যন্ত জরুরি - তৃণমূল প্রার্থী বিশ্বরূপ দে

সমাজসেবার মধ্যে দিয়েই এলাকাবাসীর আপনজন হয়ে উঠেছেন ৪৮ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বরূপ দে

 বিশ্বরূপ দে'র বিশেষ প্রতিবেদন  : 

  উত্তর কলকাতার ৪৮ নং ওয়ার্ড থেকে তৃনমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিএবি-র প্রাক্তন পদাধিকারি বিশ্বরূপ দে । 

দীর্ঘদিন ধরেই এলাকাবাসী তাঁকে চেনেন একজন ক্রীড়াপ্রেমী এবং উদার সমাজকর্মী হিসেবে । বিশেষ করে করোনাকালের দুবছর মানুষের পাশে সর্বদা তিনি যেভাবে ছিলেন, তাতে ইতিমধ্যেই সকলের অত্যন্ত প্রিয় ও আপনজন হয়ে উঠেছেন তৃণমূলের এই প্রার্থী । তিনি এমন একজন মানুষ, যে একদিকে ক্রীড়া জগতের সাথে ওতপ্রোত ভাবে যুক্ত থাকার পাশাপাশি সমাজকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে মানুষের ভালোবাসা অর্জন করে এসেছেন । কিন্তু হঠাৎ করে তাঁর রাজনীতির জগতে আসার কারণ স্বরূপ প্রার্থী বললেন, "আমি কাজ ভালোবাসি । যখন ক্রিকেটের দুনিয়ায় ছিলাম তখনও যেমন কাজ করেছি, আর এখন রাজনীতির দুনিয়ায় পা রেখে ওই একই ভাবে কাজ করতে চাই । অর্থাৎ মানুষের জন্য কিছু ভালো কাজ করতে চাই । সে হোক ক্রিকেট দুনিয়া বা রাজনীতি । একজন রাজনীতিবিদের অবশ্যই ভালো সমাজকর্মী হওয়া উচিত, কিন্তু একজন সমাজকর্মী রাজনীতিবিদ নাও হতে পারেন । তবে এক্ষেত্রে আমার মনে হয়েছে যে রাজনীতি হচ্ছে এমন এক প্ল্যাটফর্ম যেখানে থেকে মানুষের জন্য অনেক বেশি কাজ করার একটা সুযোগ থাকে । এমন অনেক বিষয় আছে যেখানে সরকারের প্ৰত্যক্ষ মদত বা সমর্থন ছাড়া কিছু করা যায় না । সেক্ষেত্রে বাধ্য হয়েই রাজনীতিবিদ বা সরকারের দ্বারস্থ হতেই হয় । সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন মানুষের পাশে ছিলাম, তবে আরো বেশি করে তাদের পাশে থেকে আরো বেশি করে জনকল্যাণমূলক কাজের জন্যই রাজনীতির জগতে আসা এবং আমার দৃঢ় বিশ্বাস যে বিগত বছরগুলিতে এলাকাবাসী যেভাবে আমাকে তাদের পাশে সর্বদা পেয়েছেন, তাতে আসন্ন পুর নির্বাচনের দিন অর্থাৎ ১৯শে ডিসেম্বর এলাকাবাসী তাদের ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আমাকেই বিজয়ী করবেন"।

  ওয়ার্ডের পৌর সমস্যার হাল হকিকত প্রসঙ্গে তাঁর সাফ বক্তব্য যে পুর-সমস্যার কোনদিন একশো শতাংশ সমাধান সম্ভব নয় । বিগত দিনে এই ওয়ার্ডে যে বিজয়ী প্রার্থী ছিলেন তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন । তবে যেটুকু বাকি রয়েছে তা সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করবো আমি । তবে একজন পুর-প্রতিনিধির দায়িত্ব শুধু এলাকার জল, কল, রাস্তা বা সার্টিফিকেট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না । এলাকার সার্বিক উন্নয়নের দিকেও নজর দেওয়া বিশেষভাবে প্রয়োজন । 

  এ বিষয়ে তিনি বলেন,"আমাদের রাজ্য সরকার স্কুলে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করেছেন । কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেইরূপ কোন পরিকল্পনা গ্রহণ করে ওঠা সম্ভব হয়নি । উচ্চশ্রেণীতে পঠন পাঠনের বিষয়ে এলাকার ছাত্রছাত্রীদের আমি নানাভাবে সহযোগিতা করবো । এর পাশাপাশি ওয়ার্ডের ছেলেমেয়েদের স্বাস্থ্য ও খেলাধুলোর বিষয়ে বিশেষ কিছু করার পরিকল্পনা আছে । কারণ শিশুমনের বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও খেলাধুলোর বিশেষ প্রয়োজন"।

  বিশ্বরূপ দে-এর মতো একজন সৎ, নিষ্ঠাবান, ক্রীড়াপ্রেমী ও সামাজিক মানুষকে রাজনীতির আঙিনায় পেয়ে স্বভাবতই খুশি প্রত্যেক এলাকাবাসী । তাদের মতে "বিশ্বরূপ দে-এর হাত ধরেই সম্পন্ন হবে এলাকার সার্বিক উন্নয়ন । ১৯ তারিখের নির্বাচনে মানুষের বিপুল সমর্থনে কলকাতা পৌরসভার ৪৮ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থীর খেতাব অর্জন করবেন বিশ্বরূপ দে - এমনটাই বলছেন সমগ্র এলাকাবাসী

Post a Comment

0 Comments