নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ৩০ ডিসেম্বর ঃ ফের লক-ডাউন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার রামপুরহাটে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই সংশয় প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে জানিয়ে দেন আসন সংরক্ষণের জন্য কোন বিদায়ী কাউন্সিলর নিজের ওয়ার্ডে প্রার্থী হওয়ার সুযোগ না পেলে অন্য ওয়ার্ডে তাকে প্রার্থী করা সম্ভব নয়।
এদিন বেলার দিকে দলীয় কার্যালয়ে আসেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। সেখানে রামপুরহাট বিধায়ক, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, দলের শহর সভাপতি সৌমেন ভকত, পুরসভার সহ প্রশাসক আব্বাস হোসেনদের উপস্থিতিতে কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রের খবর। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী বলেন, “বেশ কিছু উন্নত দেশে লক-ডাউন শুরু হয়ে গিয়েছে। আমরা ধীরে ধীরে স্বভাবিক জীবনের দিকে ফিরছিলাম। কিন্তু খ্রিষ্ট মাসে কলকাতায় জমায়েত, মানুষ এতো বেশি আনন্দ করছে তাতে সংক্রামণ বাড়ছে। মানুষও দু বছর বাড়িতে বন্দি থেকে কখন বেরবে সে সব ভাবছিল। তাতে আমাদের ক্ষতি হচ্ছে। ফলে আবার লক-ডাউন হতে পারে। আমাদের আবার লক ডাউন শুরু হলে পিছিয়ে পড়া মানুষদের আবার পিছিয়ে যেতে হবে”।
আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, “সারা বছর যারা মানুষের পাশে থাকে, জেতার জায়গায় থাকবে তাদেরই টিকিট দেওয়া হবে। তবে সংরক্ষনের ধাক্কায় নিজের ওয়ার্ডে প্রার্থী হতে না পারা কাউকে অন্য ওয়ার্ডে প্রার্থী করা সম্ভব নয়। কারণ সেখানেও একজন বিদায়ী কাউন্সিলর রয়েছেন। তবে আশিস বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখছেন। আমরাও নজরে রাখছি। দেখা যাক কতজনকে সুযোগ দেওয়া যায়”।
0 Comments