কলকাতা পুলিশের নয়া উদ্যোগ "THIS CAR RESPECT WOMEN"
বিশ্বরূপ দে : শহর ও শহরতলির বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে যানবাহন চালকদের দ্বারা মহিলা যাত্রীদের সম্মানহানি সংক্রান্ত অভিযোগ প্রায়শই আসে পুলিশের কাছে । ক্রমাগত এই ধরনের হেনস্থা থেকে মহিলাদের সুরক্ষিত রাখতেই কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় ।
গণ পরিবহনে মহিলা যাত্রীরা কতটা নিরাপদ বা নিরাপত্তা বোধ করেন ? ক্যাব, অটোরিকশা বা ট্যাক্সি চালকদের কাছ থেকে মহিলারা কি ধরনের আচরণ পেয়ে থাকেন ? এ নিয়ে প্রায়শই পুলিশের কাছে অভিযোগ আসে । আর তাই গণ পরিবহনে যাতায়াতকারি মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশ এক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে, যার নাম "THIS CAR RESPECT WOMEN"।
এর মাধ্যমে মূলত ক্যাব, অটোরিকশা ও ট্যাক্সি চালকদের জন্য কলকাতা পুলিশের "নির্ভয়া প্রজেক্ট"-এর অধীনে শহরের প্রতিটা ট্রাফিক গার্ড দ্বারা আয়োজিত ২৫০টি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার বন্দোবস্ত করা হবে । যার মাধ্যমে তাদের প্রধানত "লিঙ্গ সংবেদনশীলতা" সম্পর্কে প্রশিক্ষিত করা হবে । আজ ৭ই ডিসেম্বর'২১ সাউথ ট্রাফিক গার্ডের উদ্যেগে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রকল্পের প্রথম কর্মশালা । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলকাতা পুলিশের মাননীয় নগরপাল শ্রী সৌমেন মিত্র ।
কলকাতা পুলিশের আওতাধীন ২৫টি ট্রাফিক গার্ডের প্রত্যেকেই মাথাপিছু ১০টি কর্মশালার আয়োজন করবে । প্রতিটি কর্মশালায় অংশগ্রহণ করবেন ৫০ জন করে চালক । ১২ হাজার ৫০০ জন চালককে বিশেষ প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলে জানিয়েছেন নগরপাল । চলতি মাসের শেষ পর্যন্ত একটানা চলবে এই কর্মশালা । প্রশিক্ষণ শেষে প্রত্যেক চালকের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র । যাতে লেখা থাকবে,"এই গাড়িতে আপনি সুরক্ষিত"।
0 Comments