কলকাতা জুড়ে দাপিয়ে প্রচারাভিযান সারছেন বাম প্রার্থীরা
বিশ্বরূপ দে : ক্রমশ এগিয়ে আসছে কলকাতা পৌরসভা নির্বাচনের দিন । প্রত্যেকটি ওয়ার্ড জুড়েই জোরকদমে চলছে শাসক ও বিরোধী দলের প্রার্থী প্রচার, হোর্ডিং, ব্যানার, দেওয়াল লিখন ও পোস্টার সাঁটানো । প্রাক-নির্বাচনী প্রচার পর্বে রাজ্যের শাসক দল তথা তৃণমূলের সাথে টক্কর দেওয়া কারো পক্ষেই যে সম্ভব নয়, তা একেবারে টালিনালার জল ও কলকাতার ঘিঞ্জি বস্তি এলাকার নর্দমা ও ড্রেনের জলের মতোই স্বচ্ছ । তবে প্রাক-নির্বাচনী প্রচার পর্বে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিজেপিকে খুঁজতে হলে একটু বেগ পেতে হলেও, বামেদের প্রচার কিন্তু তুলনামূলক রঞ্জিত । হোর্ডিং, ব্যানার, পোস্টার বা দেওয়াল লিখনে তৃণমূলের চাইতে বেশ কিছুটা পিছনে থাকলেও লাল ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় ও পাড়ার অলি-গলিতে মিছিল, বহুতল ফ্ল্যাটবাড়ি বা কলকাতার এঁদো বস্তিতে গিয়ে ঘরে ঘরে লিফলেট বিলি করে প্রচার ভালোই প্রভাব ফেলছে মানুষের মনের মধ্যে । তবে ভোটযন্ত্রে এই প্রভাব কতটা পড়বে তা বলা না বলা সমান । কারণ বামেরা তো আর একগুচ্ছ "সাথী"-র কার্ড আর কোন ভান্ডার মারফৎ সর্বহারা মানুষকে মাসিক ৫০০ টাকার ত্রাণ দিতে পারে নি । তাই বামেদের কপালে ভোট কতটা জুটবে সে বিষয়ে আলোকপাত না করাই ভালো । দেখার বিষয় হলো, জোড়াফুল আর পদ্মফুলের ঝোপঝাড়ে এখনো লাল নিশান আর কাস্তে হাতুড়ি নিয়ে একদল শ্রমজীবী মানুষ আর ছাত্রযুব-মহিলা ঐক্যবদ্ধ হয়ে চিৎকার করে আজও বলে "ইনকিলাব জিন্দাবাদ ।
শ্রমজীবী মানুষের স্বার্থে আমাদের প্রার্থীকে ভোট দিন । এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আমাদের ভোট দিন । তৃণমূলের গুন্ডারাজ ও সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আপনার রায় দিন । দিকে দিকে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন"।
হ্যাঁ, ঠিক এইভাবেই কলকাতার প্রতিটা ওয়ার্ড জুড়ে জোরকদমে চলছে বামেদের প্রচার । সে হোক সিপিআই, সিপিআইএম বা সিপিআই (এমএল) লিবারেশন ।
নীতি-আদর্শগত জায়গা থেকে একে অপরের মধ্যে হাজারো বিরোধিতা থাকা সত্বেও তৃনমূল ও বিজেপির মুখের ওপর চ্যালেঞ্জ ছুড়ে সবাই নেমে পড়েছে ভোটযুদ্ধে । সব হারানোর পরেও শূন্য থেকে শুরু করে নতুন করে ফিরে পাওয়ার এই সাহস আর উদ্দম বামেদের মধ্যে থাকাটাই তো বামপন্থার প্রথম পাঠ ।
আর এই প্রথম পাঠকেই পাথেয় করে কলকাতার প্রতিটা ওয়ার্ডে ভোটযুদ্ধে সামিল হয়েছেন লাখো বামপন্থী মানুষ । "জেতা-হারা পরে, এসো আগে লড়াই করি কমরেড" -- প্রচারের মাঝে এই কথা বলতে বলতেই যুব থেকে প্রৌঢ় মহিলা-পুরুষ সকল কমরেডদের সাথে নিয়ে ৮২ নং ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে ঢুকে একেবারে ঘরোয়া মুডে সকলের মন জয় করে দাপিয়ে প্রচারাভিযান সারছেন ৮২ নং ওয়ার্ডের (চেতলা-আলিপুর) বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড পারমিতা দাশগুপ্ত ।
এর পাশাপাশি ঠিক একই কায়দায় প্রচারে ব্যস্ত ৮৩ নং ওয়ার্ডের সিপিআইএমের রেড ভলান্টিয়ার্স যুব প্রার্থী কমরেড অর্করঞ্জন ভট্টাচার্য, ১৬ নং ওয়ার্ডের প্রার্থী কমরেড সুজিত দেব, ২৩ নং ওয়ার্ডের প্রার্থী কমরেড ধীরেন্দ্র কুমার পাণ্ডে, ৪৬ নং ওয়ার্ডের প্রার্থী কমরেড অনুশা আকবর, ৭৫ নং ওয়ার্ডের প্রার্থী কমরেড ফইয়াজ আহমেদ খান, ১২৯ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কমরেড মৌসুমী চ্যাটার্জি, ১০৪, ১১২ ও ১২১ নং ওয়ার্ড (বেহালা পূর্ব) -এর সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী যথাক্রমে কমরেড মানস চ্যাটার্জি, গণেশ পুষ্টি, মিথিলেশ সিং এবং অন্যান্যরা ।
0 Comments