ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

"গণতন্ত্র হরনের অবাধ নির্বাচন" - লিবারেশন

 বিশৃঙ্খল নির্বাচনের প্রতিবাদে নির্বাচন কমিশনের দফতর ঘেড়াও করবে বামেরা

বিশ্বরূপ দে  : বোমাবাজি, ভোট লুঠ, বিরোধী দলের এজেন্টকে দৈহিক আক্রমন, এমনকি কোথাও কোথাও ভোটদাতাদের ওপরেও মারমুখী হয়ে তেড়ে আসার মতো চরম হিংসাত্বক ও নিন্দনীয় পরিস্থিতির মধ্যে দিয়েই সম্পন্ন হলো কলকাতা পৌরসভা নির্বাচন । রাজ্য প্রশাসনের এই নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এদিনই এক প্রেস বিবৃতি জারি করলো সিপিআই (এমএল) লিবারেশন । ১৯ তারিখ দলের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার উক্ত বিবৃতির মাধ্যমে বলেন,"রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন ও রাজ্যের শাসকদলের পুলিশ-প্রশাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে আবাধেই চললো ভোট লুঠ, বিরোধী দলের পোলিং এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া ও দৈহিক আক্রমনের ঘটনা, এমনকি ভোটদাতারাও বহু জায়গায় এর থেকে রেহাই পায়নি । অথচ, অবাধ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই বেমালুম জানিয়ে দেওয়া হলো । দুএকটি বিক্ষিপ্ত ঘটনার জন্য অপরাধীদের ধরে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হলো বিরোধী দল ও মিডিয়ার ওপর । শাসকদলের নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের লক্ষ্যে জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া এই অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই আমরা"।

কলকাতা পুর নির্বাচনের এই চরম হিংসা ও বিশৃঙ্খল পরিস্থিতির দায়ভার সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে দাবি জানানোর পাশাপাশি, আগামীদিনে হাওড়া কর্পোরেশন সহ অন্যান্য পৌর নির্বাচনে গণতন্ত্রের ওপর নেমে আসা আক্রমন যে  কোথায় গিয়ে পৌঁছবে, তার পূর্বাভাস ১৯ তারিখের কলকাতা পুর নির্বাচনেই পাওয়া গেল বলে বিবৃতিতে জানিয়েছেন কমরেড অভিজিৎ মজুমদার । 

  তবে একে প্রতিহত করতে হলে ছাত্রযুব, মহিলা ও সাধারণ মানুষের পাশাপাশি গণতন্ত্রপ্রিয় প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র রক্ষার লড়াইতে সামিল হতে হবে বলেই উক্ত বিবৃতির মাধ্যমে মন্তব্য করেছেন সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার । 

  অন্যদিকে পুরভোটের দিন একদিকে তৃণমূলী সন্ত্রাস এবং অপরদিকে রাজ্যের পুলিশ-প্রশাসন ও নির্বাচন কমিশনের চরম ব্যার্থতার প্রতিবাদে সোমবার বামেদের পক্ষ থেকে নির্বাচন কমিশন দফতরের সামনে ঘেড়াও ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে । আগামী দুদিন ব্যাপী রাজ্যজুড়ে সর্বত্র বামেদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছে বামশিবির ।

Post a Comment

0 Comments