ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পুর উন্নয়নে মমতা

রায়গঞ্জে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী 

বিশ্বরূপ দে  :  নাগরিক স্বাচ্ছন্দ বৃদ্ধি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সেতু নির্মাণ, কর্মতীর্থ, পথসাথী, জলস্বপ্ন সহ একাধিক প্রকল্পের কাজ শুরু করার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 

  রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এই দুই জেলার সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী । পুর-নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে উত্তর দিনাজপুর জেলায় মোট ১৫টি এবং দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ২৩টি প্রকল্পের শিলান্যাস করার পাশাপাশি এই দুই জেলার ১০০ দিনের কাজেরও খোঁজখবর নেন মাননীয়া । 

  এ প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, জল প্রকল্পে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলা । নতুন বছরের জানুয়ারি মাসে আবারও"দুয়ারে সরকার" শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি । এছাড়া, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতোই মৎস্যজীবী ও শিল্পী কারিগরদের জন্যও বিশেষ কার্ড চালু করার কথা ঘোষণা করা হয় । সর্বদা মানুষের পাশে থেকে তাদের যাবতীয় সমস্যা সমাধানের জন্য এদিন জন-প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশ দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

Post a Comment

0 Comments