ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সকারের খসড়া প্রস্তাব নিয়ে সংযুক্ত কিষান মোর্চার বৈঠক

 


রূপম চট্টোপাধ্যায়   :   সংযুক্ত কিষান মোর্চা বৃহস্পতিবার  আবার সিংঘু সীমান্তে বৈঠকে বসবে।

সংযুক্ত কিষান মোর্চা নিশ্চিতভাবে জানিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি লিখিত খসড়া প্রস্তাব তাদের কাছে এসেছে -  মোর্চা সরকারের এই প্রস্তাবের কিছু কিছু বিষয়ের ওপর আরো পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে এবং আগামীকাল দুটো নাগাদ আরো বিস্তারিত আলোচনার জন্য বৈঠকে বসবে।সংযুক্ত কিষান মোর্চা নিশ্চিতভাবে জানিয়েছে যে ভারত সরকারের তরফ থেকে একটি লিখিত খসড়া প্রস্তাব তাদের কাছে এসেছে। আজ সিংঘু সীমান্তে সেই প্রস্তাব নিয়ে সংযুক্ত কিষান মোর্চার বৈঠকে কৃষক নেতারা গঠনমূলক আলোচনা করেছে। মোর্চা সরকারের কাছে প্রস্তাবের কিছু বিষয়ের আরও পরিস্কার ব্যাখ্যা চেয়েছে এবং আগামীকাল দুটো নাগাদ আবার বিস্তারিত আলোচনার জন্য বৈঠকে বসবে। মোর্চা সরকারের কাছ থেকে সদর্থক প্রতিক্রিয়া আশা করছে। এই বিবৃতি জারি করেছেন  সংযুক্ত  কিষান মোর্চার তরফে

বলবীর সিং রাজেওয়াল,ড: দর্শন পাল, গুরনাম সিং চারুনি, হান্নান মোল্লা, জগজিৎ সিং ডালেওয়াল, যোগিন্দর সিং উগ্রাহণ, শিবকুমার শর্মা'কাক্কাজি', যুধবীর সিং ও যোগেন্দ্র যাদব।

Post a Comment

0 Comments