ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পুরভোটে তৃনমূল পাবে ১৩০ থেকে ১৪০টি আসন -- ফিরহাদ

 পুরভোটে তৃণমূলের দখলে থাকছে ১৩০ থেকে ১৪০টি আসন, বামেরা ১ -- সমীক্ষা

বিশ্বরূপ দে   :  কলকাতার বিগত পুর নির্বাচনে টিএমসির আসন ছিল ১১৩টি, এবার তা বেড়ে হতে পারে ১৩০ থেকে ১৪০টির মতো । এমনটাই উঠে এসেছে নির্বাচনী ফলাফল সংক্রান্ত জনমত সমীক্ষায় । 

  আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই ১৯শে ডিসেম্বর' ২০২১ রবিবার কলকাতার পুর নির্বাচন । আগামীকাল অর্থাৎ শুক্রবারই নির্বাচনী প্রচারের শেষ দিন । কাজেই প্রত্যেকটা ওয়ার্ড জুড়ে একেবারে টানটান উত্তেজনা । চলছে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার ও তার সাথে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জোরদার পুলিশি বন্দোবস্ত । ঠিক এরই মধ্যে কলকাতার বিদায়ী পুর প্রশাসক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করে বসলেন যে একুশের পুর নির্বাচনে ১৩০ থেকে ১৪০টি আসন পেতে চলেছে তৃনমূল কংগ্রেস এবং সর্বনিম্ন ৪টি থেকে সর্বোচ্চ ১৪টি আসন পেতে পারে অন্যান্য বিরোধী দল । ফিরহাদ হাকিমের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । বিশেষ করে নির্বাচনের প্রচার প্রক্রিয়া চলাকালীন তাঁর এধরনের মন্তব্য করা উচিত হয়নি বলেই মনে করছেন বিরোধীরা । 

  অন্যদিকে সি-ভোটার ও একটি বেসরকারি সংস্থার সমীক্ষাতেও তৃণমূলের দখলে ১৩০ থেকে ১৪০টি আসন থাকার সম্ভাবনাই উঠে এসেছে প্রবলভাবে । তৃনমূল গতবারের থেকে এবার আরো ১৭টি আসন বেশি পাবে বলে মনে করছে সমীক্ষা-সংস্থার বিশেষজ্ঞরা । 

  সমীক্ষায় বলা হয়েছে কলকাতা পুরসভার মোট আসনের প্রায় ৫২% পেতে চলেছে তৃনমূল, বিজেপি ২৪% এবং বামেরা ১২% ।

গতবার পুরভোটে ৭টি আসন পেয়েছিল বিজেপি, এবার তা কিছুটা বেড়ে ১৩টি হতে পারে, কংগ্রেস শূন্য এবং বামেদের ক্ষেত্রে মাত্র ১টি আসন নিশ্চিত থাকতে পারে বলে জানা গেছে সমীক্ষায় ।

Post a Comment

0 Comments