বিশ্বরূপ দে : একদিকে লাগাতার নিম্নচাপ ও করোনা-ওমিক্রনের ভ্রুকুটি, অন্যদিকে পুরভোট । এই জগাখিচুড়ি পরিস্থিতির মধ্যে রাজ্য বনাম বিরোধীদের সেই একঘেয়ে ভোট তরজায় ক্রমশই দূষিত হচ্ছে ভোটের বায়ুমন্ডল, আর তাই কি এখনো পর্যন্ত শীতের দেখা নাই রে !! কেবলই গরম আর অস্বস্তি বোধ ।
এরই মধ্যে আবার আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করলো বিজেপি ।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, পুর নির্বাচনের প্রতিটি কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২৩ হাজার রাজ্য পুলিশ, কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের পাশাপাশি লাঠিধারি পুলিশ ও হোমগার্ড মোতায়েন রাখার বিষয়ে রাজ্যের তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে । প্রতিটা ভোট কেন্দ্রে দুজন করে সশস্ত্র পুলিশ থাকবে বলে নির্বাচন কমিশনের কাছে পেশ করা রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার । এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২৮৬টি সেক্টরে দুজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকছে । তার সাথে থাকবে ৮০টি স্ট্রাইকিং ফোর্স, ৭৮টি কুইক রেসপন্স টিম, ৩৫টি এইচআরএফএস এবং ৭২টি আরটি মোবাইল । স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মহল । এর পাশাপাশি, চিহ্নিত স্পর্শকাতর বুথগুলির মধ্যেও অতি স্পর্শকাতর ২৫% শতাংশ বুথে নির্বাচনের দিন শুরু থেকে শেষ পর্যন্ত সিসিটিভির পাশাপাশি ভিডিও রেকর্ডিংও করা হবে ।
নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার এত সরঞ্জাম থাকা সত্বেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের উপর নির্ভরশীল হতে পারছেন না । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবর্তে রাজ্যের শাসক দল কর্তৃক চরম অশান্তি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ার ভয় পাচ্ছেন তারা । আর তাই অগত্যা কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি ।
তাদের অভিযোগ, রাজ্য সরকারের নির্দেশেই নাকি পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন । অন্যদিকে আবার শুভেন্দু অধিকারি ও দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী ও ভিভিপ্যাট যুক্ত ইভিএম ছাড়া কোনভাবেই অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় ।
একেই লাগাতার নিম্নচাপের ভ্রুকুটি, তার ওপর একদিকে রাজ্য প্রশাসনের নির্বাচনী নিরাপত্তার প্রটোকল এবং অপরদিকে প্রধান বিরোধী দলের রাজ্য প্রশাসন ও পুলিশি ব্যবস্থার প্রতি আস্থাহীনতা, ভয় ও অগত্যা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি -- এই সব মিলে মোটামুটি গরম হতে শুরু করেছে কলকাতা পুরভোটের আবহাওয়া ।
0 Comments