ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সংক্রমণ আটকাতে পুনরায় হতে পারে ভ্রমণে নিষেধাজ্ঞা ও লকডাউন

 ওমিক্রন নিয়ে দুশ্চিন্তায় বিশেষজ্ঞ মহল    

বিশ্বরূপ দে  :  কোভিড ১৯-এর সংক্রমণ আটকাতে বিশ্ব তথা দেশব্যাপী লকডাউনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই  "ডেল্টা ভ্যারিয়েন্ট" নামে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেয় । সেটার প্রভাব তেমন ভয়াবহ আকার ধারণ না করলেও, চলতি বছরের নভেম্বর মাস থেকে করোনার নতুন প্রজাতি "ওমিক্রন"-এর প্রভাব ভয়ংকর হবে বলেই সতর্কবার্তা জারি করলো সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা । তাদের মতে ওমিক্রনের হাত ধরেই করোনার তৃতীয় ঢেউ এসে কড়া নাড়ছে মানুষের দরজায় । এখন থেকেই এবিষয়ে মানুষকে সাবধান থাকতে হবে । নাহলে বাধ্য হয়েই সরকারের পক্ষ থেকে পুণরায় লকডাউন জারি করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । 

  এ প্রসঙ্গে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব বলেছেন,"ইতিমধ্যেই দেশের বেশকিছু মানুষের শরীরে এই ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে । এখনো পর্যন্ত তা ভয়ঙ্কর আকার ধারণ না করলেও পরবর্তী সময়ে এই ভাইরাস যে কতটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়ে এখনো কোন সুনিশ্চিত ধারণা করা যাচ্ছে না । তাই প্রত্যেক মানুষকে সাবধান থাকতে বলা হচ্ছে"। সাবধানতা অবলম্বন স্বরূপ তিনি বলেন,"করোনাকালের মতোই মানুষকে যাবতীয় বিধি নিষেধ মেনে চলতে হবে । কারণ নতুন এই স্ট্রেইন ডেল্টার চাইতেও আরো দ্রুত গতিতে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে"।

  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, দুরত্ববিধি বজায় রাখা, ভিড় বা কোন জমায়েত না করার বিষয়ে প্রত্যেক মানুষকে দায়িত্বশীল হতে হবে । প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক । 

  আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলেছেন,"মারণ ভাইরাসের প্রথম কোন প্রজাতির উপসর্গ বা সংক্রমণ মাঝারি হয়, কিন্তু সেই ভাইরাস যখন নতুন স্ট্রেইন ধারণ করে দ্বিতীয় বা তৃতীয় ঢেউ নিয়ে আবির্ভাব হয়, তখন তার প্রভাব মারাত্মক ক্ষতিকারক হয় এবং খুব দ্রুত ও বিশাল আকারে মানুষের মধ্যে সংক্রমণ ছড়ায়"।

  নীতি আয়োগের সদস্য ভি.কে.পাল জানিয়েছেন,"যদি অনেক বেশি সংখ্যায় করোনার প্রতিষেধক বা টিকাকরনের পরেও ব্রিটেনের মতো উন্নততর দেশে দৈনিক ৮০,০০০ মানুষ করোনার নতুন স্ট্রেইনে সংক্রমিত হয়, তবে ভারতের ক্ষেত্রে তা আরো করুন অবস্থায় পরিণত হবে । আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই করোনার নতুন স্ট্রেইন বা নয়া প্রজাতি ওমিক্রনের আবির্ভাব ভারতের ক্ষেত্রে যথেষ্টই উদ্বেগ বাড়াচ্ছে । কারণ এক্ষেত্রে ভারতে ওমিক্রনের দৈনিক সংক্রমণ হতে পারে প্রায় ১৪ লক্ষ ।

Post a Comment

0 Comments