ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

"আবুয়া দিসুম, আবুয়া রাজ" - বিরসা মুন্ডা

বিরসা মুন্ডাকে স্মরণ করে উলগুলানের ডাক দিল আদিবাসী সংঘর্ষ মোর্চা


বিশ্বরূপ দে-র বিশেষ প্রতিবেদন

    ১৯০০ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারি "উলগুলান"-এর ডাক দিয়েছিলেন বিরসা মুন্ডা । ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে সাঁওতাল আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতি "বাদনা পরব"-এর ঠিক আগের মুহূর্তেই আদিবাসী সংঘর্ষ মোর্চার অন্তর্ভুক্ত সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের নেতৃত্বে আদিবাসী রক্ষার শপথ গ্রহণের মাধ্যমে আরো একবার নতুন করে "উলগুলান"-এর ডাক দিল আদিবাসী সংঘর্ষ মোর্চা । 

  ১৯০০ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারি "ডোমবারি বুরু"(ঝাড়খন্ড)-তে বিরসা মুন্ডা "আবুয়া দিসুম, আবুয়া রাজ" অর্থাৎ "হামারা দেশ, হামারা রাজ"(আমাদের দেশ, আমাদের রাজত্ব) আওয়াজ তুলে ইংরেজদের বিরুদ্ধে জনগনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় জনপ্রিয় আদিবাসী বিদ্রোহ শুরু করেন । সাঁওতাল আদিবাসী ভাষায় যাকে বলা হয় "উলগুলান"। সেদিনের উলগুলানে শয়ে শয়ে মুন্ডা আদিবাসী-বিদ্রোহী ব্রিটিশ সেনাবাহিনীর সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন । স্বাধীনতা পরবর্তীতে আজ আবারও আদিবাসীদের নিজস্ব পরিচিতি ও অধিকারের ওপর সবচেয়ে বড় হামলা নেমে এসেছে । দেশের কর্পোরেটমুখি সরকার আদিবাসীদের জল, জঙ্গল, জমি ও প্রাকৃতিক সম্পদ লুঠ করে কোম্পানিগুলির কাছে তা বেচে দেওয়ার বন্দোবস্ত করছে । জলাধার নির্মাণ, জাতীয় উদ্যান নির্মাণ, অভয়ারণ্য ও খনি খননের নামে, অর্থাৎ দেশজুড়ে রাষ্ট্রীয় উন্নয়নের নামে শুরু করা হয়েছে আদিবাসী উচ্ছেদ ।


  সমগ্র মধ্য ভারতে উন্নয়নের নামে আদিবাসীদের জমি বেদখল করা হচ্ছে । উত্তর পূর্ব ভারতে এর সাথে আবার যুক্ত হয়েছে স্বরাষ্ট্র বাহিনীর বিশেষ ক্ষমতা প্রয়োগ আইন । এর বলে আদিবাসীদের ওপর প্রতিদিন হামলা চলছে । সম্প্রতি নাগাল্যান্ডে ১৪জন আদিবাসীকে হত্যা করলো স্বশস্ত্র বাহিনী । দক্ষিণ ভারতের আদিবাসীরা আজও ভারতীয় সংবিধানের ৫ম সিডিউল থেকে বঞ্চিত । সারা দেশজুড়ে জমিদার ও মহাজনি শোষনের শিকার আজ আদিবাসীরা । বুনিয়াদি শিক্ষা ও স্বাস্থ্য থেকেও বঞ্চিত তারা । এসবের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের "রাষ্ট্র বিরোধী" তকমা লাগিয়ে বর্বর আখ্যা দিয়ে দমন করা হচ্ছে । পাশাপাশি চলছে আদিবাসী সংস্কৃতির ওপর হামলা । তাদের ধর্মীয় ভাবে বিভক্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র করছে আরএসএস । 

  আজ এই পরিস্থিতিতে নিজেদের সাংস্কৃতিক পরিচিতি ও সাংবিধানিক অধিকার রক্ষা করতে কর্পোরেট ও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে, জমিদার ও সুদখোরদের অত্যাচারের বিরুদ্ধে ১৯০০ খ্রিস্টাব্দের ৯ই জানুয়ারি বিরসা মুন্ডার উলগুলান ডাকের দিনটিকে স্মরণ করে আরো একবার নতুন করে উলগুলানের আওয়াজ তুলেছে আদিবাসীরা ।

  তাদের দাবি -

১) কর্পোরেট লুঠ রুখে মোদীরাজের বিরোধিতা করো ।

২) বীরভূমের দেউচা-পাচামিতে কয়লা খনির নামে আদিবাসী উচ্ছেদ চলবে না । 

৩) অধ্যাপিকা পাপিয়া মাণ্ডি সহ আদিবাসীদের ওপর জাতপাতের নির্যাতন বন্ধ করো । 

৪) আদিবাসীদের মধ্যে ভূমিহীনতার অবসান করো । 

৫) সমস্ত আদিবাসী এলাকায় ভারতীয় সংবিধানের ৫ম সিডিউল কার্যকর করো । 

৬) বনাধিকার আইন ২০০৬ কঠোরভাবে কার্যকর করো ।

৭) আদিবাসীদের ওপর বনবিভাগ, পুলিশ ও স্বশস্ত্র বাহিনীর হামলা বন্ধ করো ।

Post a Comment

0 Comments