নিজস্ব প্রতিবেদক , বোলপুর, ১১ জানুয়ারি ঃ বাধা কেটে হচ্ছে জয়দেব মেলা। ধর্মীয় আবেগের কাছে হার মানল করোনা অতিমারি। তাই শেষ পর্যন্ত জয়দেবে মকরসংক্রান্তি মেলা করার কথা ঘোষণা করলেন রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে করোনা বিধি মেনেই মেলা বসানো হবে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের সঙ্গে বীরভূম জেলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। জেলায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। আক্রান্ত চিকিৎসক, নার্স থেকে শতাধিক স্বাস্থ্যকর্মী। সেই কারণে জেলা প্রশাসন জয়দেব মেলা বন্ধের কথা ঘোষণা করেছিল। শুধুমাত্র জয়দেব নদীতে মকর স্নানের ক্ষেত্রে পুন্যার্থীদের ছাড় দেওয়া হয়েছিল। গঙ্গাসাগর মেলা চালু রেখে জয়দেব মেলা বন্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি শুরু হয়েছিল ঝড়ের মতো। বাধ্য হয়ে মঙ্গলবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মেলা করার কথা ঘোষণা করেন। তিনি বলেন, “জয়দেব মেলা যেমন হয় সেরকমই হবে কোভিড বিধি মেনে। পুন্যার্থীদের জন্য স্নান ও পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে। জয়দেবের ঐতিহ্যশালী মেলা। মানুষের ধর্মীয় আবেগকে তো আমরা বন্ধ করতে পারব না। সেই জন্যই আমরা মেলা করতে বাধ্য হয়েছি। তাছাড়া যারা পুন্যার্থী আসবেন তাঁরা খাবেন কোথায়। তাই খাবার দোকান করা হবে। বাউল – কীর্তনের আখড়া থাকছে। এই মেলা আউল বাউলের মেলা বলে পরিচিত। ফলে তাদের মেলায় আসা আমরা বন্ধ করতে পারব না। তাদের আখড়ার ব্যবস্থা থাকছে। সমস্ত কিছুই হবে নিয়ম মেনেই”।
মন্ত্রীর ঘোষণার পর থেকে মেলা চত্বরে আলো লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে আখড়া ও অস্থায়ী দোকান নির্মাণের কাজ। ইলামবাজার পঞ্চায়েত সমিতি ইতিমধ্যে পুন্যার্থী সুবিধার্থে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কোন পুন্যার্থীর সমস্যা হতে দেওয়া হবে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
0 Comments