বিভিন্ন দাবিতে বিডিওকে ডেপুটেশন দিলেন বিড়ি শ্রমিকেরা
বিশ্বরূপ দে : বিড়ি শ্রমিকদের জন্য সরকারি সুযোগ সুবিধার প্রকল্প বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মিছিল করে নদীয়া জেলার বিডিও কার্যালয়ে উপস্থিত হলেন বিড়ি শ্রমিকেরা ।
দিনের পর দিন নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধি হচ্ছে, অথচ ২০১৭ সালের পর থেকে এই ব্লকে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি । তাই মজুরি বৃদ্ধি কার্যকর করতে অবিলম্বে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি তুলে ধুবুলিয়ার বিডিওকে ডেপুটেশন দিলেন বিড়ি শ্রমিকেরা । AICCTU অনুমোদিত ধুবুলিয়া সংগ্রামী বিড়ি শ্রমিক ইউনিয়নের এই কর্মসূচির মূল দাবি ছিল মজুরি বৃদ্ধি ও সমস্ত কল্যানমুলক প্রকল্প অবিলম্বে চালু করতে হবে ।
ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন বিড়ি ইউনিয়নের নেত্রী বেলা নন্দী, লতিকা দাস, জ্যোৎস্না হালদার, AICCTU-এর নদীয়া জেলা সম্পাদক কমরেড জীবন কবিরাজ প্রমুখ । ডেপুটেশন চলাকালীন সভায় বক্তব্য রাখেন AICCTU-এর নদীয়া জেলা সভাপতি কমরেড অমল তরফদার । এছাড়াও উপস্থিত ছিলেন সন্তু ভট্টাচার্য, শংকর রায় সহ অন্যান্য নেতৃত্ব ।
বিড়ি শ্রমিকদের দাবিসনদ গ্রহণ করার পর বিডিও বলেন যে করোনার কারণে এখনই ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব নয়, তবে দ্রুতই এবিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি ।
তবে মজুরি বৃদ্ধি সহ শ্রমিকদের কল্যানমুলক সরকারি প্রকল্প চালু না হওয়া পর্যন্ত করোনা বিধি মেনেই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিড়ি শ্রমিকেরা ।
0 Comments