ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বাঁকুড়ার হিরবাঁধের অসমাপ্ত উন্নয়নের হিসেব দিলেন তৃণমূল নেতা

কৃষিজমিতে জল ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি তুললেন শ্যামাপদ সরদার

বিশ্বরূপ দে  :  বাঁকুড়া জেলার হিরবাঁধ অন্তর্ভুক্ত কৃষিজমিতে জল সরবরাহের বন্দোবস্তের পাশাপাশি, গণ-পরিবহন পরিষেবার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন হিরবাঁধ ব্লকের তৃণমূল পরিচালিত কিষান ও ক্ষেতমজুর সংগঠনের সভাপতি শ্যামাপদ সরকার । রাজ্যের শাসকদল তৃণমূলের উদ্যোগে এই ব্লকের সড়ক থেকে শুরু করে, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাংক, পোস্ট অফিস সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন হলেও, বেশ কিছু ক্ষেত্রে এখনো অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে । বলতে গেলে, একপ্রকার অসমাপ্ত উন্নয়নের জন্য বহু ক্ষেত্রেই মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় - এমনটাই বললেন তৃনমূল নেতা শ্যামাপদ সরকার । তবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে, তাতে শীঘ্রই অসমাপ্ত কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি । 

  বাহারামুড়ি, গোপালপুর, হিরবাঁধ, মোলিয়া ও মশিয়ারা - এই পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হিরবাঁধ ব্লকের মোট আয়তন ৩০২.৬০ বর্গ কিলোমিটার । মোট গ্রামের সংখ্যা ১৪১টি, যার মধ্যে মানুষের বসবাস ১৩৬টিতে । বাকি গ্রামগুলি সম্পূর্নই বনাঞ্চল । প্রধান সড়ক ঝা-চকচকে হলেও গণ-পরিবহন পরিষেবা অর্থাৎ যাত্রী চলাচলের জন্য যানবাহনের অপ্রতুলতার কারণে মাইলের পর মাইল পায়ে হেঁটেই যাতায়াত করতে হয় ব্লকের অধিকাংশ মানুষকে । অনেক সময় রাস্তার ধারে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর হয়তো কোন যানবাহন নজরে আসে স্থানীয়দের । ফলে মহিলা, বয়স্ক ও অসুস্থ মানুষকে খুবই হয়রানির শিকার হতে হয় । 

  বিগত জন-গণনা অনুসারে হিরবাঁধ ব্লকের মোট জনসংখ্যা ৭২,৫০২ । বিপুল এই জনসংখ্যার অধিকাংশ মানুষই কৃষিনির্ভর । কোন কোন জায়গায় কৃষিজমির আশেপাশে জলাশয় থাকলেও সেখান থেকে জলসেচের কোন ব্যবস্থাই নেই এই ব্লকের অধিকাংশ কৃষিজমিতে । ফলে অধিকাংশ চাষজমির অবস্থাই রুক্ষসুস্খ ও চাষের অনুপযুক্ত হয়ে পড়ে থাকে বছরের বেশিরভাগ সময়ে । যার দরুন অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হতে হয় কৃষিনির্ভর পরিবারগুলিকে । বাধ্য হয়েই চাষীদের অপেক্ষা করতে হয় বর্ষার জন্য ।

  প্রধান এই দুটি সমস্যার পাশাপাশি, ব্লকের স্বাস্থ্যকেন্দ্রগুলি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে অনেক সময় স্বাস্থ্যকর্মীদের অসহযোগিতার কারণে বহু ক্ষেত্রে নাজেহাল হতে হয় গ্রামবাসীদের । গণ-পরিষেবার এই সংবেদনশীল বিষয়গুলিকে চিহ্নিত করে অবিলম্বে এইসব সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন জানালেন বাঁকুড়া জেলার হিরবাঁধ ব্লকের তৃনমূল পরিচালিত কিষান ও ক্ষেতমজুর সংগঠনের সভাপতি শ্যামাপদ সরকার । তবে সম্প্রতি বন দফতর ও স্বেচ্ছাসেবী সংস্থা "অর্চি"-র পক্ষ থেকে দুস্থ গ্রামীণ মানুষদের সাহায্যার্থে প্রতি মাসে নিয়ম করে সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে । এর ফলে যথেষ্টই উপকৃত হয়েছেন বহু দরিদ্র মানুষ ।

Post a Comment

0 Comments