ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

তৃণমূলে যোগদিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক

 


নিজস্ব প্রতিবেদক, বোলপুর, ২ জানুয়ারি ঃ ফের বিজেপিতে বড়সড় ভাঙন। এবার দল ছাড়লেন দলের জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বেশ কয়েকজন বিজেপির পদাধিকারি তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

বিধানসভা নিরবাছনের পর থেকেই বীরভূম বিজেপিতে ধস নামতে শুরু করে। একের পর এক বিজেপি নেতারা দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এবার সেই তালিকায় নাম লেখালেন অতনুবাবু। বিজেপির রাজ্য নেতৃত্ব বীরভূম জেলাকে দুটি সাংগঠনিক জেলা হিসাবে ঘোষণা করে। বোলপুর সাংগঠনিক জেলায় সন্যাসি চরণ মণ্ডলকে সভাপতি ঘোষণার পর থেকেই বেঁকে বসেন অতনু চট্টোপাধ্যায়। কারণ বোলপুর লোকসভা তাঁর এলাকার মধ্যে পরে। তবে দলের প্রতি কোন ক্ষোভ নেই অতনুবাবুর। তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই। উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করলাম। শাসক দলের সঙ্গে না থাকলে মানুষের জন্য কিছু করা যায় না”।

দলের জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “দলে ব্যক্তি পুজো হয় না। বিজেপি একটা সর্বভারতীয় দল। ফলে কেউ কেউ নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য দল ছেড়ে যেতে পারে তাতে দলের কোন ক্ষতি হবে না”। 

অনুব্রত মণ্ডল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ আমাদের দলে আসছে। এতে আমাদের দল আরও মজবুত হবে। আমরা অতনুকে দলের জেলা সম্পাদক করলাম”। করোনা অতিমারি নিয়ে অনুব্রত বলেন, “যেভাবে করোনা বাড়ছে তাতে ছোট ছোট ছেলেমেয়েদের কথা ভেবে স্কুল কলেজ বন্ধ করতে হয়েছে। তবে পড়াশোনা সব ডকে উঠে গেল। স্কুলে গিয়ে যে পড়াশোনা তা হয় বাড়িতে বসে সেই পড়াশোনা কখনও হয় না”।

Post a Comment

0 Comments