ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

১০০ বছরের কুমির উদ্ধার

টাঙ্গানিকা হ্রদ থেকে উদ্ধার করা হলো প্রায় এক টন ওজনের কুমির

বিশ্বরূপ দে  : পূর্ব আফ্রিকার বুরুন্ডি অন্তর্ভুক্ত টাঙ্গানিকা হ্রদ থেকে উদ্ধার করা হয় প্রায় ১০০ বছর বয়সী, ৫.১ মিটার লম্বা এবং এক টন ওজনের একটি "নাইল" ক্রোকোডাইল বা বিশালাকৃতির সামুদ্রিক কুমির । অঞ্চলিক ভাষায় কুমিরটির নামকরণ করা হয় "গাস্টেভ"। 

  বুরুন্ডির রুজি নদীতে বিচরণ কালে গাস্টেভের আক্রমণে প্রায় তিনশো মানুষের মৃত্যু হয় । আতঙ্কে নদীর ধারেকাছে যাওয়া ছেড়ে দিয়েছিলেন স্থানীয়রা । আঞ্চলিক একটি খবরের কাগজে এই দৈত্য কুমিরকে "বিস্ট" আখ্যা দেওয়া হয় । 

  সম্প্রতি রুজি নদী থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যায় গাস্টেভ । ফলে আরো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা । অবশেষে তার দেখা মেলে রুজি নদী সংলগ্ন টাঙ্গানিকা হ্রদে । নদীতে মানুষের আনাগোনা বন্ধ হওয়ায় তীব্র খাদ্য সঙ্কটে পড়ে গাস্টেভ, আর তাই খুব সহজে শিকার ধরার কারণেই তার হ্রদে চলে আসা বলে মনে করছেন স্থানীয়রা ।  আর সেই টাঙ্গানিকা হ্রদ থেকেই সেদেশের মিলিটারি ও বন বিভাগ ও স্থানীয়দের তৎপরতায় ধরা হয় বিশালাকার এই কুমির "গাস্টেভ"কে । 

  অন্যান্য কুমিরের চাইতে গাস্টেভের দাঁত অসম্ভব ধারালো এবং চোয়ালও অপেক্ষাকৃত বড় ও মজবুত । 

  বিজ্ঞানীদের মতে কুমির সাধারণত বড় মাছ বা নদীতে জল খেতে আসা হরিণ বা জেব্রা ইত্যাদি শিকার করে জীবন ধারণ করে । কিন্তু গাস্টেভের বিশালাকার চেহারায় খাদ্যের চাহিদা অনুযায়ী তার শিকার হয় রুজি নদীর প্রচুর জলহস্তি এবং আফ্রিকান মানুষ । 

  গাস্টেভ ধরা পড়ায় স্বস্তিতে পূর্ব আফ্রিকার বুরুন্ডির মানুষ । বিশালাকৃতির এই কুমিরটির দেহ সংরক্ষণের বিষয়ে উদ্যোগ নিয়েছে আফ্রিকান প্রশাসন ।

Post a Comment

0 Comments