ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ফের তৃণমূলে যোগদান করলেন প্রভাত চট্টোপাধ্যায়


নিজস্ব প্রতিবেদক, বোলপুর, ২৩ জানুয়ারি ঃ ফের তৃণমূলে ফিরলেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা প্রভাত চট্টোপাধ্যায়। রবিবার বিকেলে বোলপুরে দলীয় কার্যালয়ে তিনি তৃণমূলে যোগদান করেন। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত, এক সময় দুবরাজপুর পুরসভা এলাকায় তৃণমূলের শহর সভাপতি ছিলেন প্রভাত চট্টোপাধ্যায়। কংগ্রেস ও তৃণমূলের টিকিটে দুবরাজপুর পুরসভায় চারবার কাউন্সিলর নিরবাছিত হয়েছিলেন। কিন্তু দলের দুর্নীতির প্রতিবাদ করে ২০২০ সালের ৩১ জানুয়ারি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপির রাজ্য নেতা রীতেশ তেওয়ারি এবং তৎকালীন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। এরপরেই তৃণমূলকে উৎখাত করতে কোমর বেঁধে নামেন প্রভাতবাবু। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দুবরাজপুর বিধানসভা এবার বিজেপি দখল করে। পুরসভা নিরবাছনের দোরগোড়ায় সেই প্রভাতবাবু ফের তৃণমূলে যোগদান করলেন। এদিন অনুব্রত মণ্ডল বলেন, “কিছুটা ভুল বোঝাবুঝির জন্য দল ছেড়েছিল প্রভাত চট্টোপাধ্যায়। সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের তাকে দলে নেওয়া হল”।

সামনে পুরসভা নির্বাচনে ফের খেলা হবে বলে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। বললেন, “খেলা তো হবেই। ডাকবাংলার বড় মাঠ সেখানে খেলা হবে। সব পুরসভা এলাকায় খেলা হবে। দিনে রাতে সব সময় খেলা হবে। হকি খেলাও হবে”।

Post a Comment

0 Comments