ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

আবারও উত্তপ্ত হতে চলেছে কেন্দ্র বিরোধী কৃষক সংগ্রাম

 ৩১শে জানুয়ারি দেশব্যাপী "বিশ্বাসঘাতকতা দিবস" পালন করছে কিষান মোর্চা

বিশ্বরূপ দে-র বিশেষ প্রতিবেদন

 দীর্ঘ এক বছর ধরে লাগাতার চলতে থাকা দিল্লী সীমান্তের কৃষক আন্দোলনের পর শেষমেষ ২০২১-এর ৯ই ডিসেম্বর কেন্দ্রের তরফে এক লিখিত প্রতিশ্রুতির পর আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষান মোর্চা । কিন্তু কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষকদের দাবিগুলি মেনে নেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন নির্দেশনামা বা ঘোষণা জারি করা হয় নি । কেন্দ্রের এই মিথ্যাচারের বিরুদ্ধে ৩১শে জানুয়ারি দেশব্যাপী "বিশ্বাসঘাতকতা দিবস"-এর ডাক দিল "সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি"।

  এই বিষয়ে কমিটির পশ্চিমবঙ্গ শাখার আহ্বায়ক অমল হালদার ও সচিব কার্তিক পাল সোমবার (২৪শে জানুয়ারি'২২) এক বিবৃতি জারি করে বলেন,"দীর্ঘ এক বছর ধরে চলা দিল্লী সীমান্তের কৃষক আন্দোলনে ৭১৮ জন কৃষকের শহীদ হওয়ার মধ্যে দিয়ে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নিয়েছিল আন্দোলনে অংশগ্রহণকারি কৃষকেরা । কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের আক্রান্ত মানুষ থেকে শুরু করে শ্রমিক, কৃষক ও ছাত্রযুবরাও সক্রিয়ভাবে এই কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল । লাগাতার আন্দোলনের চাপের মুখে পড়ে মোদি সরকার "নয়া কৃষি আইন" প্রত্যাহার করতে বাধ্য হয় । গত ৯ই ডিসেম্বর'২১ কেন্দ্রীয় সরকার আন্দোলনের মধ্যে থেকে ওঠা সমস্ত দাবিগুলি পালন করার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরই, কৃষক আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে সংযুক্ত কিষান মোর্চা ও সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি । কিন্তু প্রায় দুমাস হতে চললো সেই লিখিত প্রতিশ্রুতির একটাও পালন করেনি কেন্দ্র"। 

  কৃষক আন্দোলনের দাবিসমূহ ও কেন্দ্রের প্রতিশ্রুতির হিসেব পর্যায়ক্রম অনুসারে উল্লেখ করে কমিটির পক্ষ থেকে উক্ত বিবৃতিতে বলা হয়, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য গারেন্টির জন্য কৃষক সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছিল । আজ পর্যন্ত তা করা হয় নি । 

  আন্দোলনকারিদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছিল কেন্দ্র, কিন্তু এখনো পর্যন্ত সেবিষয়ে কোন নির্দেশ জারি করেনি কেন্দ্র ।

  শহীদ কৃষকদের মর্যাদা দিতে তাদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রের মোদি সরকার । হাতে গোনা কয়েকটি রাজ্য নামমাত্র কিছু পরিবারকে ক্ষতিপূরণ দিলেও, সমস্ত রাজ্য বা মোদি সরকারের তরফে তা কার্যকর করা হয় নি ।

  লখিমপুর খেরিতে পৈশাচিকভাবে গাড়িচাপা দিয়ে কিষান হত্যার জন্য দায়ী কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে আজও অপসারণ করে গ্রেফতার করা হয় নি । 

  এই পরিপ্রেক্ষিতে ৩১শে জানুয়ারি সারা দেশ জুড়ে কেন্দ্রের জনবিরোধী ও মিথ্যাচারী মোদি সরকারের বিরুদ্ধে "বিশ্বাসঘাতকতা দিবস"-এর আহ্বান জানিয়েছে "সংযুক্ত কিষান মোর্চা" ও "সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি"।

  এর পাশাপাশি, কর্পোরেট কোম্পানি দ্বারা কৃষক ও কৃষকের সম্পদ লুঠের বিরুদ্ধে, দেশব্যাপী চলমান প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ, প্রকৃত কৃষকদের থেকে ধান কেনা এবং গরিব কৃষি-মজুরদের ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরি সহ জীবন জীবিকার জরুরি দাবিগুলি ছিনিয়ে নিতে দেশব্যাপী জোরদার আন্দোলনের ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা ও সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি । 

  নব পর্যায়ের এই আন্দোলনের মধ্যে দিয়ে আবারও উত্তপ্ত হতে চলেছে কেন্দ্র বিরোধী কৃষক সংগ্রাম ।

Post a Comment

0 Comments