ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

 রামপুরহাটে অন্যদল থেকে আসা বিদায়ী কাউন্সিলরদের নাম নেই তৃণমূলের সম্ভব্য তালিকায়

 নিজস্ব প্রতিবেদক , রামপুরহাট, ২০ জানুয়ারি ঃ মানুষের উন্নয়ন করতে দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছিলেন ছয় বিরোধী কাউন্সিলর। আসন্ন পুরসভা নির্বাচনে সম্ভব্য প্রার্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূলকে বিশ্বাসঘাতক বলতে শুরু করেছেন তাঁরাই। কেউ কেউ এবার সমাজ সেবা করতে নির্দলে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। প্রার্থী তালিকা তৈরি নিয়ে দলত্যাগী বিদায়ী কাউন্সিলরদের সম্মান জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।

প্রসঙ্গত, ২০১৫ সালের বীরভূমের রামপুরহাট পুরসভা নির্বাচনে ১৮ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এককভাবে ১০ টি ওয়ার্ড দখল করে। বিজেপি ৪, কংগ্রেস ২, সিপিএম ২ আসন দখল করে। বোর্ড গঠনের কয়েক মাস পরেই বিজেপির ৩, কংগ্রেসের ২ এবং ১ সিপিএম কাউন্সিলর উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করেন। এরই মাঝে ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কংগ্রেসী কাউন্সিলর অমল শেখ ফের তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করে। বাকি দলবদলু কাউন্সিলররা ভেবেছিলেন আসন্ন পুরসভা নির্বাচনে তারা টিকিট পাবেন। কিন্তু তৃণমূলের যে সম্ভব্য প্রার্থী তালিকা শহরের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে তাতে দলবদলু কোন কাউন্সিলরের নাম নেই। এতেই ক্ষুব্ধ বিদায়ী ৫ বিরোধী কাউন্সিলর। ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপির টিকিটে জেতা ভগীরথ দাস বলেন, “আমরা উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান করেছিলাম। সে সময় তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল পুরসভা নির্বাচনে আমাদের প্রার্থী করা হবে। কিন্তু আমরা যে প্রার্থী তালিকা দেখলাম তাতে আমাদের পাঁচ জনের নাম নেই। তৃণমূল আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি নির্দলে দাঁড়াব”।

১৩ ওয়ার্ডের বিদায়ী বিজেপি কাউন্সিলর পারমিতা চক্রবর্তী বলেন, “মানুষের সেবা করার জন্যই আমরা তৃণমূলে যোগদান করেছিলাম। উন্নয়নও করেছি যথেষ্ট। কিন্তু একটি সম্ভব্য প্রার্থী তালিকায় দেখলাম আমাদের নাম নেই। দল প্রার্থী তালিকা তৈরি সময় আমাদের সঙ্গে কোনরকম আলোচনা করেনি। দল আমাদের সঙ্গে আলোচনা করলে অনেক্তা সম্মানিত বোধ করতাম”।

রামপুরহাট বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার বলেন, “এখনও পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। একটি তালিকা বাজারে ঘুরছে শুনলাম। তবে সেটা কাকতলীয়। দু দিনের মধ্যেই দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করবে”।

Post a Comment

0 Comments