ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বাঁকুড়ার ঐতিহ্যবাহী উৎসব "মুড়ি মেলা"

 

কেঞ্জাকুড়া গ্রামে চারদিন ধরে চললো মুড়ি মেলা

বিশ্বরূপ দে  : বাঁকুড়া জেলার ছাতনা অন্তর্ভুক্ত কেঞ্জাকুড়া গ্রামে চারদিন ধরে উদযাপিত হলো ঐতিহ্যবাহী "মুড়ি মেলা"।

  বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ছাতনার এই গ্রামে যুগ যুগ ধরে চলে আসছে মুড়ি মেলা । প্রতিবছর ১লা মাঘ থেকে ৪ঠা মাঘ পর্যন্ত কেঞ্জাকুড়া গ্রামের সঞ্জীবনী আশ্রম সংলগ্ন মাঠে এই মেলা অনুষ্ঠিত হয় । মেলার আকর্ষনে দূর দূরান্তের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এসে ভিড় জমান এই মেলায় । চারদিন ধরে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে মেলা চলে এবং মেলার মূল আকর্ষণই হলো মাঠে বসে জাতিধর্ম নির্বিশেষে একসাথে মুড়ি খাওয়া । তাই বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী উৎসব "মুড়ি পার্বন" বা "মুড়ি পরব" নামেই স্থানীয়দের মধ্যে পরিচিত । 

  কেঞ্জাকুড়া গ্রাম ও তার পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু মানুষ সকাল থেকে মুড়ি, বিভিন্ন রকমের চপ, সিঙ্গারা, বেগুনি, জিলিপি, শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, নাড়ু, নারকেল, চানাচুর ইত্যাদি সাজিয়ে পসরা সাজায় এবং মেলায় উপস্থিত মানুষেরা দলে দলে একসাথে বিভিন্ন সরঞ্জাম সহযোগে মুড়ি মেখে খান ও মেলা দেখার আনন্দ উপভোগ করেন । প্রতিদিন দুপুরে মেলা আয়োজকদের পক্ষ থেকে সকলের জন্য খিচুড়ি খাওয়ানোর বন্দোবস্ত করা হয় । দেশ বিদেশের বহু মানুষ এই "মুড়ি মেলা"-র আকর্ষনে এই সময়ে বাঁকুড়ায় আসেন । কিন্তু বিগত দুবছর ধরে কোভিডের কারণে জনসমাগম অপেক্ষাকৃত কম হচ্ছে এবং কোভিড বিধি মেনেই মেলা পরিচালনা করা হয়েছে বলেই জানিয়েছে মেলা কর্তৃপক্ষ ।

Post a Comment

0 Comments