ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রাজ্যজুড়ে নেতাজির জন্মজয়ন্তী পালন করলো বামেরা

নেতাজির সাম্য ও সর্বধর্ম ঐক্যের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করলো বামেরা




বিশ্বরূপ দে  :  রাজ্য তথা সমগ্র দেশজুড়ে পালিত হলো নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৬ তম জন্মজয়ন্তী । 

  নেতাজির সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের ঐতিহ্যকে তুলে ধরে তাঁর সাম্য ও সর্বধর্ম ঐক্যের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করে এদিন নদিয়া জেলা অন্তর্ভুক্ত ধুবুলিয়ার নেতাজি পার্কে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন সিপিআই (এমএল) লিবারেশনের নদীয়া জেলা সম্পাদক কমরেড জয়তু দেশমুখ, দলের যুব সংগঠন আরওয়াইএ-র রাজ্য সম্পাদক কমরেড রণজয় সেনগুপ্ত, কমরেড অমিত মন্ডল ও সন্তু ভট্রাচার্য সহ অন্যান্য কর্মী ও নেতৃবৃন্দ । এর পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশনের বজবজ জোনাল কমিটির পক্ষ থেকেও নেতাজির ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হয় ।

  কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে তোপধ্বনি, প্রদর্শনী, সঙ্গীত পরিবেশন, পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মধ্যে দিয়ে এই দিনটিকে "দেশপ্রেম দিবস" হিসেবে মর্যাদার সাথে পালন করলো "নেতাজি জন্মোৎসব উদযাপন কমিটি"। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু, সিপিআইয়ের রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি, কমিটির অন্যতম নেতা ও অধ্যাপক বরুন মুখার্জি, ফরোয়ার্ড ব্লকের সর্বভারতীয় নেতা কমরেড দেবব্রত বিশ্বাস, আরএসপির মনোজ ভট্টাচার্য, সিপিআই (এমএল) লিবারেশনের পক্ষ থেকে কমরেড কার্তিক পাল, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, তৃণমূল নেতা নির্বেদ রায় প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড প্রবীর দেব, কল্যাণ বন্দোপাধ্যায়, তপন গাঙ্গুলি ও অন্যান্য । 

  এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজির শোষণমুক্ত স্বাধীন ভারতবর্ষ গড়ার স্বপ্ন বাস্তব করার ঐক্যবদ্ধ সংগ্রামের কথা তুলে ধরেন প্রত্যেক বক্তাগণ । সাম্প্রদায়িকতা মুক্ত ও সার্বজনীন গণতন্ত্রের জন্য নেতাজির প্রাণপাতের কথা উল্লেখ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন,"নেতাজির আদর্শকে ধ্বংস করার সমস্ত প্রচেষ্টার পর এখন নেতাজির মূর্তি বানিয়ে তাঁকে হাইজ্যাক করতে চাইছে বিজেপি । একে পরাভূত করার মধ্যে দিয়েই নতুন ভারত গড়ে উঠবে"।

  সিপিআইয়ের চেতলা শাখা ও দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকেও অতি মর্যাদার সাথে নেতাজির ১২৬ তম জন্মজয়ন্তী পালন করা হয় ।


Post a Comment

0 Comments