ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

জমজ শাবকের জন্ম দিলো বাঘিনী

চিমেলং সাফারি পার্কে জন্ম হলো বাঘের জমজ শাবক

বিশ্বরূপ দে-র

বিশেষ প্রতিবেদন

    সম্প্রতি চীনের গুয়াংডং প্রদেশের চিমেলং সাফারি পার্কে জন্ম হয়েছে দুটি জমজ ব্যাঘ্র শাবকের (সাদা বাঘ)। যাদের মধ্যে একটি পুরুষ এবং অন্যটি মহিলা । দীর্ঘ প্রায় দুমাস যাবৎ জমজ ব্যাঘ্র শাবক দুটিকে মায়ের সাথে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষনে রাখার পর রবিবার (৩০শে জানুয়ারি'২২) তাদের প্রথম প্রকাশ্যে আনে সাফারি পার্ক কর্তৃপক্ষ । পৃথিবীর ইতিহাসে কোন সাফারি পার্কে বাঘের জমজ সন্তানের জন্ম হওয়ার ঘটনা এই প্রথম । জমজ ব্যাঘ্র শাবকদুটিকে শল্য চিকিৎসার মাধ্যমে পৃথক করার পর তাদের সম্পূর্ন সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মায়ের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন পার্কের চিকিৎসকেরা । বন্যপ্রাণ রক্ষায় চীনের গুয়াংডং প্রদেশের চিমেলং সাফারি পার্কের এই ঘটনা সমগ্র বিশ্বের কাছে নজিরবিহীন ।

  "ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার"-এর তত্বাবধানে বিশ্বব্যাপী পালিত হচ্ছে "ইয়ার অফ টাইগার" বা "ব্যাঘ্র বর্ষ"। আর ঠিক সেই সময়ে চিমেলং পার্কে বাঘের জমজ শাবক জন্ম নেওয়ার ঘটনা সারা বিশ্বের প্রকৃত বন্যপ্রাণ প্রেমীদের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় ।  

  বন ও বন্যপ্রাণ রক্ষায় বাঘের ভূমিকা অনস্বীকার্য । কারণ বাঘের উপস্থিতির কারণেই বিশ্ব তথা বিভিন্ন দেশের সংরক্ষিত অভয়ারণ্যগুলি সুরক্ষিত থাকে । সেইজন্য বাঘকে বলা হয় জঙ্গলের প্রধান রক্ষক । যেভাবে সমগ্র বিশ্বব্যাপী ক্রমশ ধ্বংসের মুখে অরণ্য ও বন্য জীবজন্তু, তা মানবজাতির পক্ষে নিঃসন্দেহে ক্ষতিকারক । আর তাই অরণ্য সুরক্ষায় বাঘের অস্তিত্ব বজায় রাখার লক্ষেই বিশ্বব্যাপী শুরু হয়েছে "ইয়ার অফ টাইগার" বা "ব্যাঘ্র বর্ষ"।

Post a Comment

0 Comments