নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ১৪ জানুয়ারি ঃ মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঙ্গাসাগরের জল এসে পৌঁছল তারাপীঠ মন্দিরে। সেই গঙ্গা জলে মা তারার দুটি চরণ ধোয়ানোর পাশাপাশি মন্দির চত্বরের অন্যান মন্দিরেও দেওয়া হয়েছে। যারা গঙ্গাস্নান যাত্রায় যেতে পারেননি তারা ওই জল মাথায় নিয়ে সেই সাধ পূরণ করলেন তারাপীঠে এসে।
করোনা অতিমারির কারণে এবার গঙ্গাসাগর মেলায় জমায়েত কমানোর আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মনতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় স্থানে গঙ্গাসাগরের জল পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে প্রশাসনের মাধ্যমে সেই জল পৌঁছয় তারাপীঠ মন্দির চত্বরে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “আমাদের কাছে আগেই খবর ছিল মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বিভিন্ন ধর্মীয়স্থানে জল পাঠাচ্ছেন। আমরা সেই মতো প্রস্তুত ছিলাম। গঙ্গাসাগরের চার নম্বর ঘাট থেকে জল ভরে মুখ্যমন্ত্রী আমাদের জন্য পাঠিয়েছেন। দুপুরে রামপুরহাট মহকুমা শাসকের অফিস থেকে সেই পুন্যা গঙ্গা জল পৌঁছে দেওয়া হয়। ওই জল দিয়ে প্রথমে আমরা মা তারার দুটি চরণ ধুয়ে দিই। এরপর মন্দির চত্বরের অন্যান মন্দিরেও পবিত্র জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। তাছাড়া গঙ্গাসাগরে পুন্যা স্নানের ইচ্ছা থাকলেও যারা যেতে পারেননি এমন কিছু পুন্যার্থীর মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি আমরা”।
0 Comments