ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

চিত্তরঞ্জনের নতুনডিহি গ্রামে ধরা পড়লো হায়না

 হায়না ধরা পড়লো চিত্তরঞ্জনে


বিশ্বরূপ দে   :    পশ্চিম বর্ধমানের রূপনারায়নপুর রেঞ্জ অন্তর্গত গৌরান্ডি বিট সংলগ্ন নতুনডিহি গ্রামে একটি হায়না ধরা পড়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে কাল রাত থেকেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে । 

  সূত্রের খবর অনুযায়ী, গৃহপালিত পশু অর্থাৎ ছাগল ও হাঁস-মুরগি ধরতে ওই অঞ্চলে প্রায়শই ভাম, শিয়াল, খাটাশ বা বনবিড়ালের আনাগোনা লক্ষ করা যায় । তা থেকে রেহাই পেতে গ্রামবাসীরা বিশেষ একপ্রকার ট্র্যাপ বা ফাঁদ ব্যবহার করে । এর আগে বহুবার গ্রামবাসীদের পাতা ফাঁদে ধরা পড়েছে খাটাশ, বনবিড়াল ইত্যাদি । কিন্তু এবার সেই ফাঁদে ধরা পড়েছে হায়না । স্বভাবতই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে গ্রামবাসী । 

  ফাঁদে হায়না পড়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রূপনারায়নপুর ফরেস্ট রেঞ্জের কর্মীরা এবং খাঁচাবন্দি করা হয় উত্তেজিত হায়নাটিকে । 

  তবে হায়নাটি ফাঁদে পড়ার পর উত্তেজিত গ্রামবাসী তার ওপর ইট-পাটকেল ও লাঠি দিয়ে শারীরিক নির্যাতন চালিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর । এমনকি খাঁচাবন্দি হওয়ার পর হায়নাটি খাঁচা থেকে বেরোনোর চেষ্টায় খাঁচায় কামড় বসায় এবং তাতে হায়নাটির দাঁত ভেঙে গেছে বলে জানা যায় । এই অবস্থায় আহত ও ভীত সন্ত্রস্ত হায়নাটিকে বন দফতরের রূপনারায়নপুর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে । সেখানেই তার চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত করে সুস্থ করা হবে এবং তারপর হায়নাটিকে কোথায় ছাড়া হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল । 

  তবে অবৈধ ফাঁদ ব্যবহার করে বন্যপ্রাণী ধরা ও তারপর তার ওপর শারীরিক নির্যাতন চালানোর তীব্র নিন্দা করেছেন চিত্তরঞ্জনের পশুপ্রেমী সংস্থার সদস্যরা ।

Post a Comment

0 Comments