ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

জাল নোট উদ্ধার করলো সিআইডি

 শান্তিনিকেতন থেকে উদ্ধার একশো টাকার একাধিক জাল নোট

বিশ্বরূপ দে  :  জাল নোট ছাপানোর একটি ডেরায় হানা দিয়ে একশো টাকার একাধিক জাল নোট উদ্ধার করলো সিআইডি । 

  পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বোলপুরের শান্তিনিকেতন থানার অধীন শ্যামবাটি এলাকার একটি জেরক্স দোকানের নেপথ্যে রমরমিয়ে চলতো এই জাল নোট তৈরির কারবার । গোপন সূত্র মারফৎ খবর পেয়ে দোকানে হানা দেয় সিআইডির অপারেশন টিম । একটি কালার প্রিন্টার ও টাকা ছাপানোর বিশেষ কাগজ সহ অন্যান্য যন্ত্রাদি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়, কিন্তু মূল অভিযুক্ত পলাতক । তার সন্ধানে রাজ্য জুড়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী । 



  আরো জানা গেছে যে ওই দোকানের মালিক নিকটবর্তী সুভাষ পল্লীর বাসিন্দা প্রদীপ খাঁ । দীর্ঘদিন ধরেই ওই দোকানের নেপথ্যে জাল নোট ছাপানোর কারবার চলতো । এর পেছনে বড় কোন আন্তর্জাতিক চক্র আছে কিনা সেবিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ । জাল নোট ছাপানোর এই চক্রের সাথে কোন সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

Post a Comment

0 Comments