ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

নেতাজির আজাদ হিন্দ ফৌজে একজন পাগল ছিলেন

স্বাধীনতার যুদ্ধে হাবিবের মতো অনেক পাগলের প্রয়োজন - নেতাজি

বিশেষ প্রতিবেদন : 

বিশ্বরূপ দে  :  আব্দুল হাবিব ইউসুফ মারফানি ছিলেন রেঙ্গুনের একজন ধনী গুজরাটি ব্যবসায়ী । নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতা যাকে একজন প্রকৃত দেশপ্রেমী হতে অনুপ্রেরণা জাগিয়েছিল ।

  দিনটি ছিল ১৯৪৪ সালের ৯ই জুলাই । সেইসময় নেতাজি এক মঞ্চ থেকে স্বাধীনতার যুদ্ধে তহবিল গঠনের ডাক দিয়েছিলেন । সেই ডাকে স্বতস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছিলেন বহু মানুষ । কিন্তু সকলের মধ্যে সম্পূর্ন ব্যতিক্রমী ছিলেন একজন । যার নাম আব্দুল হাবিব ইউসুফ মারফানি । 

  ওই সময় আব্দুল হাবিবের কাছে ব্যবসার কাজের জন্য তিনলক্ষ টাকা মজুত ছিল । তখনকার দিনে ওই টাকা আজকের বাজারমূল্য অনুপাতে তিন কোটিরও অধিক । সেই টাকার পুরোটাই সেই মঞ্চে উপস্থিত হয়ে নেতাজির হাতে তুলে দিয়ে স্বাধীনতার যুদ্ধে তহবিল গঠনে দান করলেন হাবিব । সভায় উপস্থিত সকলে হতবাক হয়েছিলেন ।

  আব্দুল হাবিবের বাড়িতে খাওয়া দাওয়া হতো রুপোর তৈরি বাসনে । সেই সময় যার ব্যবহার হতো একমাত্র ব্রিটিশ ও নেহেরু পরিবারে । মঞ্চে নেতাজির হাতে তিনলক্ষ টাকা তুলে দেওয়ার পর তিনি বাড়ি ফিরে যান, এবং বাড়ির ব্যবহারের একটি বড় রুপোর থালায় ভর্তি করে সাজিয়ে সমস্ত গয়না থেকে শুরু করে, নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিল ও স্বর্ণ মুদ্রা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে গৌরবের সাথে স্বাধীনতার তহবিল গঠনে নেতাজির হাতে দান করেন । যার মোট মূল্য তখনকার দিনে প্রায় এক কোটি টাকা । বর্তমানে যা দশ কোটি টাকার চাইতেও বেশি । 

  উল্লেখযোগ্য বিষয় হলো, আব্দুল হাবিব নিজের ও পরিবারের সর্বস্ব স্বাধীনতার তহবিলে দান করার বিনিময়ে নেতাজির কাছ থেকে দুহাত পেতে চেয়ে নিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের একখানি খাঁকি পোশাক এবং বলেছিলেন, এই পোশাকের দাম আমার দান করা অর্থ, গয়না ও সম্পত্তির চাইতে অনেক বেশি । তাই পোশাকের টাকার অনেকটাই বাকি রইল । স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে সেই টাকা পরিশোধ করতে পারলে বড় খুশি হবো ।  

  আব্দুল হাবিবের এই আচরণ ও কথায় অনেকেই তাঁকে "পাগল" বলেছিল । আর তাতে সহমত পোষণ করেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস । 

  মানুষের তাঁকে পাগল বলাকে পূর্ণ সমর্থন করে নেতাজি বলেছিলেন,"হ্যাঁ ঠিকই, আমি আপনাদের সাথে একমত । হাবিব পাগল বটে । তবে স্বাধীনতার যুদ্ধে প্রত্যেক ভারতবাসীরই ওর মতো পাগল হওয়া প্রয়োজন । আমাদের দেশ, মাতৃভূমির বিজয় এবং স্বাধীনতা অর্জন করতে হলে এমনই অসংখ্য "পাগল" পুরুষ-মহিলার প্রয়োজন"।

  "পাগল" সেই আব্দুল হাবিব ইউসুফ মারফানিকে নেতাজি আজাদ হিন্দ ফৌজের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কারে ভূষিত করে তাঁকে "তমঘা-এ-সেবক-এ-হিন্দ" আখ্যা দেন ।

Post a Comment

0 Comments