কেন্দ্রের দেওয়া সম্মান প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য ও সন্ধ্যা মুখোপাধ্যায়
বিশ্বরূপ দে : মোদি সরকারের "পদ্মভূষণ" সম্মান প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ।
পুরষ্কারের খবর প্রকাশিত হতেই তিনি এক লিখিত বিবৃতি দিয়ে বলেন,"আমাকে এই পুরষ্কারের বিষয়ে কেউ কিছু বলেনি । কেন্দ্র যদি আমাকে পুরষ্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি"।
প্রসঙ্গত উল্লেখ, দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে "পদ্মভূষণ" সম্মান প্রাপক হিসেবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রস্তাবিত নাম ঘোষণা করে কেন্দ্র । সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছিল । কিন্তু একের পর এক জনবিরোধী নীতি ও দেশকে কর্পোরেটদের হাতে বেচে দিয়ে কোম্পানিরাজ প্রতিষ্ঠা করা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিকের মর্যাদা স্বরূপ পদ্মভূষণ পুরষ্কার দেওয়ার ঘোষণা প্রকাশিত হওয়ার পরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয় যে মোদি সরকারের দেওয়া এই পুরষ্কার ফিরিয়ে দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই বর্ষীয়ান সিপিআইএম নেতা । আর সেই চর্চাই শেষমেষ সত্যি হলো । পুরষ্কার পাওয়ার কথা জানতে পেরেই একেবারে লিখিত বিবৃতির মাধ্যমে পত্রপাঠ প্রত্যাখ্যান করলেন কেন্দ্রের "তিরষ্কার"।
পারিবারিক সূত্র মারফৎ জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তরফে কোন এক ব্যক্তি তাঁর বাড়িতে ফোন করে পদ্মভূষণ সম্মান দেওয়ার কথা জানান । বুদ্ধবাবু জানতেন না বিষয়টা । পরবর্তী সময়ে বিষয়টি তাঁর কানে আসা মাত্রই প্রকাশ্য বিবৃতির মাধ্যমে মোদি সরকারের দেওয়া "পদ্মভূষণ" সম্মান প্রত্যাখ্যান করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ।
এপ্রসঙ্গে সিপিআইএম নেতা কমরেড সুজন চক্রবর্তী বলেছেন,"এই খবর বুদ্ধদেব বাবুর কাছে কোন বড় খবর নয় । পশ্চিমবঙ্গের স্বচ্ছ রাজনীতিবিদদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে বাম নেতাদের নাম । তৃনমূল বা বিজেপি তাদের ধারেকাছেও ঘেঁষতে পারবে না । আর তাছাড়া বামেরা পুরষ্কারের জন্য রাজনীতি করেন না, বুদ্ধবাবুও করেন নি । কেন্দ্র এক্ষেত্রে নিজের মাইলেজ বাড়ানোর জন্য পুরষ্কার দিয়েছে, আর তা প্রত্যাখ্যান করে যথাযথ উত্তর দিয়েছেন বুদ্ধবাবু"।
অন্যদিকে বুদ্ধবাবুর পাশাপাশি কেন্দ্রের দেওয়া "পদ্মশ্রী" পুরষ্কার প্রত্যাখ্যান করলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী "গীতশ্রী" সন্ধ্যা মুখোপাধ্যায় । বুদ্ধবাবুর মতো একই কায়দায় কেন্দ্রের তরফে কোন এক ব্যক্তি তাঁর বাড়িতে ফোন করে জানতে চায় যে "শিল্পী কি পদ্মশ্রী পুরষ্কার নেবেন ? তাহলে তাঁর নাম ঘোষণা করা হবে"। ফোনে এই ধরনের জিজ্ঞাসায় চূড়ান্ত অপমানিত হন শিল্পী । সাথে সাথেই তিনি প্রত্যাখ্যান করেন কেন্দ্রের দেওয়া "পদ্মশ্রী" পুরষ্কার ।
১৯৮৭ সালে এইভাবে পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় । ১৯৭১ সালে "জয় জয়ন্তী" ও "নিশিপদ্ম" ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকার খেতাব স্বরূপ জাতীয় পুরষ্কার ও ২০১১ সালে "বঙ্গ বিভূষণ" পুরষ্কারে ভূষিতা হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ।
0 Comments