ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

দুয়ারে মদ নিয়ে হাজির বাংলা

রাজ্যের সবুজ সংকেতে এপ্রিল থেকেই ঘরে বসে মদ মিলবে



বিশ্বরূপ দে  :   দারুন খবর পাঁচুবাবুদের জন্য । আর কষ্ট করে দোকানে লাইন দিয়ে মদ কিনতে হবে না পাঁচুবাবুদের । কারণ মদের প্রতি বঙ্গবাসীর ভালোবাসা দেখে খোদ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই তাদের জন্য একেবারে ঘরের দুয়ারে মদ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে । খাল কেটে কথা সব পাকা । শুধু প্লাবনের অপেক্ষা । মদের প্লাবন । আহা সত্যিই এগিয়ে বাংলা । 

 বিধানসভা নির্বাচনের আগে চালু হলো দুয়ারে সরকার । করোনার নামে শিকেয় উঠেছে স্কুল-কলেজের পাঠ । স্কুলের গেটে তালা । বেঞ্চির কাঠে ঘুন । তার বদলে পাড়ায় শিক্ষালয় চালু করতে বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আর এবার তো দুয়ারে মদ প্রকল্পের সৌজন্যে একেবারে রাজ্য জুড়ে জল পুলিশের সমাগম হতে চলেছে ।  

  গত বছরের আগস্ট মাসেই বিভিন্ন এলাকার সমস্ত মদের দোকানের মাধ্যমে অনলাইনে অর্ডার নিয়ে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য । কিন্তু মূলত লোকবলের অভাবে তা চালানো সম্ভব হয়নি । অন্যদিকে রাজ্যের কোষাগার ক্রমশ ফাঁকা হতে চলেছে বলেই জানাচ্ছে অর্থ দফতর । আর তাই "দুয়ারে মদ" প্রকল্পের মাধ্যমে সেই কোষাগার ভরাটের চমৎকার উদ্যোগ নিতে চলেছে রাজ্যের আবগারি দফতর । 

  ইতিমধ্যেই "ই-রিটেল" সংস্থার সঙ্গে চুক্তি করে বাংলার এগিয়ে থাকা মানুষের জন্য এই পরিষেবা চালু করছে রাজ্য । আবগারি দফতর তাদের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনের মাধ্যমে ই-রিটেলের জন্য একটা প্রস্তাব দেয় । তাতে উল্লেখ করা হয়, অনলাইন অর্ডার নিয়ে মদের দোকান থেকে বিভিন্ন কোম্পানির মদ কিনে তা ক্রেতাদের বাড়ি বাড়ি অর্থাৎ একেবারে দুয়ারে পৌঁছে দিতে হবে । এই প্রস্তাবে সারা দিয়ে ২৫,০০০ টাকা অগ্রিম সহ প্রচুর আবেদনপত্র জমা পরে আবগারি দফতরে । 

  বিশেষ সূত্রের খবর অনুযায়ী, মোট চারটি কোম্পানির সাথে কথা পাকা হয়েছে, যারা রাজ্যের এই প্রকল্পকে বাস্তবায়িত করতে দুয়ারে মদ পৌঁছে দেবেন । যাদের মধ্যে একটি কোম্পানি কলকাতার ও বাকিগুলি দেশের অন্যান্য মেট্রো শহরের । কোম্পানিগুলির নাম যথাক্রমে - বাজিমাত ড্রিংকস, নেচার্স বাস্কেট, দুনজো ডিজিটাল এবং প্লটিনাস এনালিটিক । 

  তবে বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার জন্য কোম্পানির নির্ধারিত দামের ওপর কত অতিরিক্ত দাম নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করা হয় নি । ফেব্রুয়ারি মাসে কোম্পানিগুলির সাথে "মউ" স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পের শুভ সূচনা করবে রাজ্য এবং আগামী এপ্রিল মাস থেকেই মিলবে দুয়ারে মদ । এগিয়ে বাংলা । এখন শুধু খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চেয়ে সর্ষে ফুল - করুক মাথা ঝিম ঝিম । জয় বাংলা ।

Post a Comment

0 Comments