ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কলকাতার বুকে আবারও সাইবার জালিয়াতি

অভিযোগকারির টাকা উদ্ধার করলো পুলিশের সাইবার শাখা 

বিশ্বরূপ দে  : ফের একবার গুগল সার্চ থেকে নম্বর খুঁজে ফোনকলের মাধ্যমে জালিয়াতির ঘটনা ঘটলো কলকাতায় । এই ঘটনাকে কেন্দ্র করে জনগনের উদ্দেশ্যে আরো একবার সতর্কতা মূলক বার্তা প্রচার করলো কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশন সাইবার শাখা । 

  পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গত ২৪শে জানুয়ারি বড়বাজার থানায় সৌরভ সোনথালিয়া নামে এক ব্যবসায়ী অভিযোগ করেন, অজান্তেই তাঁর অ্যাকাউন্ট থেকে খরচ হয়ে গিয়েছে ৬৪ হাজার টাকার কিছু বেশি । তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ক্যুরিয়ার সার্ভিসের খোঁজে গুগল সার্চ করে একটি নম্বর খুঁজে পেয়ে সেখানে ফোন করেন ওই ব্যবসায়ী । অপর প্রান্ত থেকে তাঁকে বলা হয়, এই ক্যুরিয়ার পরিষেবা পেতে হলে ১০ টাকা দিয়ে তাঁর নাম রেজিস্টার করতে হবে উক্ত সংস্থার কাছে, পাশাপাশি এও বলা হয় যে তাঁর ফোনে একটি রিমোট কন্ট্রোল অ্যাপ বসাতে হবে, যার দ্বারা তাঁর ফোনে ঢুকতে পারবেন ফোনের অপর প্রান্তের অপরিচিত ব্যক্তি বা সংস্থার লোকেরা । সেইমতো রিমোট কন্ট্রোল অ্যাপ বসিয়ে নিজের ডেবিট কার্ড ব্যবহার করে সংস্থার কথামতো ১০ টাকা পাঠান সৌরভ, এবং তারপরেই তাঁর ফোনে মেসেজ আসে যে তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ৬৪ হাজার ৬২২ টাকা । 

  ব্যবসায়ী সৌরভ সোনথালিয়ার অভিযোগ পেয়েই তা সঙ্গে সঙ্গেই বড়বাজার থানার তরফ থেকে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশন  সাইবার শাখার কাছে পৌঁছে দেওয়া হয় । 

  পুলিশি তদন্তে জানা যায়, খরচ হওয়া টাকা জমা পড়েছে ‘ফ্রিচার্জ’ নামক সংস্থার একটি ই-ওয়ালেটে । পুলিশি তৎপরতায় সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সেদিনই, অর্থাৎ ২৪শে জানুয়ারি, ৫০ হাজার ৮৮৩ টাকা উদ্ধার করে অভিযোগকারীর অ্যাকাউন্টে ফিরিয়ে দেয় "ফ্রিচার্জ"। বাকি টাকা উদ্ধারের প্রক্রিয়া এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ । 

  এই ঘটনার পর কলকাতা পুলিশ ও সাইবার ক্রাইম কন্ট্রোল সেলের পক্ষ থেকে আরও একবার জনগনের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলা হয়, যেখানে সেখানে অনলাইন লেনদেন করবেন না । কোনও ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার আগে সমস্ত তথ্য খুঁটিয়ে দেখে নেবেন, ফোন মারফত কোনোরকম লেনদেনে অংশগ্রহণ করবেন না, অপরিচিত ব্যক্তির কথায় কোনও অ্যাপ নিজের ফোনে বা কম্পিউটারে ডাউনলোড করবেন না । ডিজিটাল মাধ্যমে জালিয়াতি বা কারচুপি ধরা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে বা বহু ক্ষেত্রে টাকা উদ্ধার করাও একপ্রকার অসম্ভব হয়ে পড়ে । সুতরাং এই ধরনের জালিয়াতি রুখতে ইন্টারনেটের বিভিন্ন পরিষেবার বিষয়ে মানুষকে সাবধান ও সতর্ক থাকার আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ ও সেন্ট্রাল ডিভিশন সাইবার শাখা ।

Post a Comment

0 Comments