ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মহামারি আইনের অপব্যবহার করছে রাজ্য - রণজয় সেনগুপ্ত

রাজ্যের ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে প্রেস বিবৃতি জারি করলো RYA


বিশ্বরূপ দে  :  করোনা মহামারির নামে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জঘন্য ও ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রযুব সহ প্রত্যেক শ্রমজীবী ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে, ১১ই জানুয়ারি মঙ্গলবার এক প্রেস বিবৃতি জারি করলো নকশালপন্থী যুব সংগঠন RYA (বিপ্লবী যুব এসোসিয়েশন)।

  উক্ত বিবৃতির মাধ্যমে সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড রণজয় সেনগুপ্ত বলেন, মহামারি আইনের নাম করে বিরোধী কণ্ঠস্বরকে দমনের ঘৃণ্য রাজনীতি চালাচ্ছে রাজ্য সরকার । করোনার অজুহাতে স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মানুষের রোজগারের কোন নিশ্চয়তা নেই, বিরোধীরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন কর্মসূচি নিলেই তাদের মহামারি আইনে গ্রেফতার করা হচ্ছে । অথচ খোলা রাখা হচ্ছে মদের দোকান, জমজমাট করে সাজিয়ে ধর্মীয় জনসমাগম করা হচ্ছে গঙ্গাসাগর মেলায় এবং পাশাপাশি চলছে জোরকদমে ভোটের প্রচার । প্রেস বিবৃতিতে একে সম্পূর্ন দ্বিচারিতা বলে উল্লেখ করেন সংগঠনের রাজ্য সম্পাদক । 

  প্রসঙ্গত উল্লেখ, এদিন মৌলালিতে লকডাউন বিরোধী এক প্রতিবাদী মিছিল থেকে সংগঠনের আন্দোলনকারীদের গ্রেফতার করে রাজ্যের পুলিশ । 

  RYA-এর রাজ্য সম্পাদক কমরেড রণজয় সেনগুপ্ত বলেন, রাজ্য সরকারের এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে মুখ খুললে বা প্রতিবাদী কর্মসুচির মাধ্যমে মানুষকে সচেতন করতে চাইলেই হতে হচ্ছে গ্রেফতার -- অজুহাত করোনা । মহামারি আইনের সম্পূর্ন অপব্যবহার করা হচ্ছে বলে প্রেস বিবৃতির মাধ্যমে রাজ্যকে তীব্র আক্রমন করেন তিনি ।  

  এর পাশাপাশি, পূর্ব বর্ধমানের মেড়তলা অঞ্চলে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে গণ-ডেপুটেশন দেয় সিপিআই (এমএল) লিবারেশন ও আরওয়াইএ । উপস্থিত ছিলেন RYA-এর রাজ্য সম্পাদক কমরেড রণজয় সেনগুপ্ত, রাজ্য নেতা কমরেড সমীর বসাক, কমরেড সুবীর মল্লিক, সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য কমিটির সদস্য কমরেড আনসারুল আমান মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Post a Comment

0 Comments