পৃথিবী থেকে চিরবিদায় নিলেন ভারতীয় বাঘিনী
বিশ্বরূপ দে-র বিশেষ প্রতিবেদন
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্ববিখ্যাত ভারতীয় বাঘিনী "T-15"। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৬ বছর ৫ মাস । বাঘিনীর মৃত্যুতে গভীর শোকছায়া নেমে আসে পাঞ্চ টাইগার রিজার্ভের শিভন অধীনস্ত কুম্ভদেব বিটের টাইগার পার্ক ম্যানেজমেন্ট কর্মী ও বন্যপ্রাণী প্রেমীদের মধ্যে ।
মধ্যপ্রদেশ বন বিভাগের আধিকারিক থেকে শুরু করে, পার্ক ম্যানেজমেন্ট কর্মী ও স্থানীয়দের মধ্যে সকলের অত্যন্ত প্রিয় এই বাঘিনী "কলারওয়ালি" নামেই পরিচিত ছিলেন ।
২০০৮ থেকে ২০২২-এর মধ্যে মোট ২৯টি সুস্থ শাবকের জন্ম দিয়ে সারা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেন এই ভারতীয় বাঘিনী "T-15"। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু বলে জানিয়েছেন পার্ক ম্যানেজমেন্টের ভেটেরিনারি চিকিৎসক ডঃ অখিলেশ মিশ্র এবং ডঃ আমোল রোকডে । বিগত এক সপ্তাহ যাবৎ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষনে থাকার পর ১৫ই জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬:১৫ মিনিটে কুম্ভদেব বিটের ৫৮৯ নং চিকিৎসা কক্ষ থেকে সকলকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন সকলের স্নেহের বাঘিনী "কলারওয়ালি T-15"।
তাঁর অন্তিম যাত্রায় চোখের জলে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশ বন বিভাগের সকল আধিকারিক ও কর্মীবৃন্দ, উপস্থিত ছিলেন স্থানীয় মানুষজন । অন্তেষ্টি প্রক্রিয়ার প্রাক মুহূর্তে তাঁকে ফুলের মালা পরিয়ে, প্রনাম জানিয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান বন বিভাগের আধিকারিক, কর্মী এবং স্থানীয়রা ।
0 Comments