জাতিবিদ্বেষের বিরুদ্ধে ছাত্রযুবদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল RYA
বিশ্বরূপ দে : নেতাজির ১২৬ তম জন্মজয়ন্তীতে রাজ্যের দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলো নকশালপন্থী যুব সংগঠন RYA (বিপ্লবী যুব এসোসিয়েশন) ।
এদিন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কোভিড বিধি মেনে সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বেহালায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ।
দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্পের নামে আদিবাসী উচ্ছেদ ও এবং সবং মহাবিদ্যালয়ের অধ্যাপিকা পাপিয়া মাণ্ডিকে হেনস্থার প্রতিবাদে রাজ্যের সকল ছাত্রযুবকে ঐক্যবদ্ধ হয়ে, জাতিবিদ্বেষের বিরুদ্ধে লড়াইতে সামিল মানবাধিকার সংগঠনের আন্দোলনকে আরো শক্তিশালী করার আহ্বান জানানো হয় ।
এর পাশাপাশি, আদিবাসীদের ন্যায্য অধিকার আদায়ে অবিলম্বে প্রত্যেক আদিবাসীকে সংবিধানের পঞ্চম তফশীলির আওতাভুক্ত করার দাবিতেও সরব হন RYA-এর কর্মী ও নেতৃবৃন্দ ।
0 Comments