নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ৩ ফেব্রুয়ারি ঃ রক্ষা কবচ পেয়ে আদালতকে স্যালুট করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতের রায় বের হওয়ার পর বৃহস্পতিবার তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতকে স্যালুট জানান তিনি। সেই সঙ্গে সিবিআইকে সহযোগিতার আশ্বাস দেন অনুব্রত।
বার বার সিবিআইকে এড়িয়ে চলেছেন অনুব্রত মণ্ডল। প্রতিবার অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের দফতরে হাজিরা এড়িয়েছেন তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। বিধানসভা নির্বাচনের আগেও তাকে সিবিআই নোটিশ পাঠিয়েছিল। চলতি বছরের ২৮ জানুয়ারি তাকে দুর্গাপুরে সিবিআই অফিসে হাজিরার নোটিশ ধরানো হয়। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির হননি। ভোট পরবর্তী হিংসায় ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের মামলায় নোটিশ পাঠায় সিবিআই। দুর্গাপুরে হাজির না দেওয়ায় তাকে ফের চিঠি পাঠানো হয় ফেব্রুয়ারি মাসের ১ তারিখ। এবারও অসুস্থয়ার কারণ দেখিয়ে হাজির হননি। পাশাপাশি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে উচ্চ আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার আইনজীবীর দায়ের করা মামলায় রক্ষা কবচ পান অনুব্রত। তখন তিনি তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞে সামিল। আদালতের রায় বের হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “আদালতকে আমি স্যালুট করব। সম্মান জানাব। আদালত যা রায় দেবে তা মাথা পেতে নেব। আদালত যেভাবে বলবে সেভাবে আমি সহযোগিতার হাতও বাড়িয়ে দেব। আইন আইনের পথে চলবে”।
সাংবাদিকদের সামনে অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, “ঠাণ্ডা লেগে আছে। শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকরা বিশ্রামে থাকতে বলেছেন। যতক্ষণ পারব যজ্ঞে অংশগ্রহণ করব। বেশি কথা বলতে পারব না”।
এদিন মন্দির চত্ত্বরে প্যান্ডেল বেঁধে মহাযজ্ঞের আয়োজন করা হয়। হোম কুণ্ডে নিজে হাতে আহুতি দেন অনুব্রত মণ্ডল। যজ্ঞে ছিল ৩৩১ কেজি বেল কাঠ, ৬০ কিলো ঘি। যজ্ঞ শেষ ব্রাহ্মণ ভোজনের পাশাপাশি দুই সহস্রাধিক মানুষের খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল।
0 Comments