ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

দেশজুড়ে পালিত হলো কেন্দ্রবিরোধী "বিশ্বাসঘাতকতা দিবস"

 প্রতিবাদ ও বিক্ষোভে মোদির কুশপুতুল পোড়ালো কৃষক সংগঠন



বিশ্বরূপ দে  : কেন্দ্রের জনবিরোধী ও মিথ্যাচারী মোদি সরকারের বিরুদ্ধে সংযুক্ত কিষান মোর্চা ও সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩১শে জানুয়ারি দেশব্যাপী পালিত হলো "বিশ্বাসঘাতকতা দিবস"। 

  কেন্দ্রের কৃষক বিরোধী নয়া কৃষি আইন সহ একাধিক ইস্যুতে লাগাতার চলতে থাকা দিল্লী সীমান্তের কৃষক আন্দোলন ও সেই ঐতিহাসিক আন্দোলনের সমর্থনে দেশের প্রতিটা রাজ্যের ছাত্রযুব ও সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শেষমেষ বাধ্য হয়ে কৃষক বিরোধী তিনটি কৃষি আইন বাতিল সহ অন্যান্য দাবিগুলি লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে পালন করতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট মোদি সরকার । কিন্তু আজ পর্যন্ত আন্দোলনকারিদের লিখিত ভাবে প্রতিশ্রুতি দেওয়া বাকি দাবিগুলো সমাধানের প্রশ্নে কোনোরকম উদ্যোগই নেয়নি কেন্দ্র । দেওয়া হয়নি ৭০০-র বেশি শহিদ কৃষক পরিবারের ক্ষতি পুরন । আন্দোলনকারি হাজার হাজার কৃষকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার কোনো নির্দেশও জারি করা হয় নি কেন্দ্রের তরফে । এমনকি উত্তর প্রদেশের লক্ষিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যাকারী কুখ্যাত খুনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে এখনো বরখাস্ত করা হয়নি । সর্বপরি আন্দোলনের চাপে "এমএসপি" আইন প্রনয়ণের জন্য কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়া সত্বেও, এখন তা ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র করছে মোদি সরকার । কেন্দ্রের এই সমস্ত কার্যকলাপ কৃষকদের প্রতি প্রতারণা ও বিশ্বাসঘাতকতার সমান । 

  মোদি সরকারের এই মিথ্যাচার ও বিশ্বাসঘাতকতার প্রতিবাদে সংযুক্ত কিষান মোর্চা ও সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে ৩১শে জানুয়ারী বিশ্বাসঘাতকতা দিবস পালন করার সিদ্ধান্ত নেয় কৃষক সংগঠনগুলি । 

  উক্ত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ওইদিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে প্রতিবাদ সভা ও বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়। এই কর্মসূচিতে অন্যান্য কৃষক সংগঠন  ও গণসংগঠনগুলির সাথে AIKM, AIARLA, RYA, AICCTU, AIPWA, AISA-র পাশাপাশি সামিল হয় আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের সকল কর্মী ও নেতৃবৃন্দ । 

  ওইদিন নদীয়া জেলা অন্তর্ভুক্ত ধুবুলিয়ার নেতাজি পার্কে সংযুক্ত কিষান মোর্চার ডাকা বিশ্বাসঘাতকতা দিবসে উপস্থিত ছিলেন AIARLA-এর নদীয়া জেলা সম্পাদক কমরেড কাজল দত্তগুপ্ত, নকশালপন্থী শ্রমিক সংগঠন AICCTU-এর নদীয়া জেলা সম্পাদক কমরেড জীবন কবিরাজ সহ বিভিন্ন বামপন্থী দলের নেতৃবৃন্দ । 

  জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে কেন্দ্রের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয় । উক্ত সমাবেশে AIKM ও AIARLA-র পক্ষে বক্তব্য রাখেন কমরেড প্রদীপ দেবগুপ্ত এবং মুকুল চক্রবর্তী । 

  ফাঁসিদেওয়া ব্লকের রানিডাঙ্গা কালারাম সবজি বাজারে সারা ভারত কিষান মহাসভা ও সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে মোদি সরকারের মিথ্যাচারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয় । 

  হুগলির বলাগড়, চুঁচুড়া, পাণ্ডুয়া ও ধনেখালিতে মোদির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা দিবস পালন করে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজদুর সমিতি এবং সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ । 

  এর পাশাপাশি, ওইদিন সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে কলকাতার ওয়াই চ্যানেলেও সমস্ত কৃষক সংগঠনের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কেন্দ্রের মোদি সরকারের এই মিথ্যাচার ও কৃষকদের সাথে প্রতারণার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা দিবস পালন করা হয় এবং সভা শেষে মোদির কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনের সকল কর্মী ও নের্তৃবৃন্দ । 

  কেন্দ্রের এই প্রতারণা ও মিথ্যাচারের প্রতিবাদে আগামী দিনেও মোদি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ ।

Post a Comment

0 Comments