ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বাম-প্রার্থীদের তালিকা প্রকাশ

 এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বামেরা 

বিশ্বরূপ দে  :  আগামী ২০শে ফেব্রুয়ারী ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন । কমিশন সূত্রের খবর অনুযায়ী, পাঞ্জাবের মোট ১১৭টি কেন্দ্রের নির্বাচন হবে একটি মাত্র দফায় এবং  চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী ১০ই মার্চ । 

  দিন ঘোষণা হতেই কেন্দ্রের বিরুদ্ধে ঐতিহাসিক কৃষক আন্দোলনকে নির্বাচনের কেন্দ্রবিন্দু করে  ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা । 

  ৩০ নং ফিল্লাউর বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন বাম প্রার্থী মেলা সিং, গুরমেল সিং নাহাল লড়ছেন ৩১ নং নাকোদর বিধানসভা কেন্দ্র থেকে, ৩২ নং শাহকোট থেকে লড়ছেন বাম প্রার্থী জস্করন সিং, ৬৬ নং বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থী বলবীর সিং গিল, ৮৫ নং মালাউট বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন বাম প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী ডেভিন্দর সিং কোটলি, ৪৮ নং বালাচউর কেন্দ্র থেকে লড়ছেন বাম প্রার্থী মাস্টার প্রেম চাঁদ, ১০২ নং ভাদউর বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন বাম প্রার্থী বলবীর সিং, ১০৫ নং মালেরকোটলা বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন বাম প্রার্থী আব্দুল সাত্তার, ৯৭ নং সর্দুলগড় বিধানসভা কেন্দ্র থেকে কুলবিন্দর সিং উদ্দাত, ১২ নং রাজাসানসী থেকে ভুপিন্দর সিং চায়ানা, ৭৪ নং ধর্মকোট থেকে সুরজিৎ সিং গাগরা, ৪৫ নং গড়শঙ্কর থেকে মহিন্দর কুমার, ৪৯ নং শ্রীআনন্দপুর থেকে গুরুদেব সিং বাগী এবং ১৭ নং অমৃতসর বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন বাম প্রার্থী কুলবীর সিং । 

  এখনো পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে মোট ১৪টি আসনে প্রার্থী দিয়েছেন বামেরা । তবে শেষমেষ কটি আসনে বামেরা জয় ছিনিয়ে নিতে পারবেন, সে দিকেই তাকিয়ে রয়েছেন বাম রাজনৈতিক মহলের একাংশ । তবে বামেদের স্পষ্ট ইঙ্গিত, রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে নির্বাচনী ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তারা ।

Post a Comment

0 Comments