নরেন্দ্রপুর থানার ওসি অনির্বান বিশ্বাসকে বরখাস্ত করার দাবি তুললেন অভিজিৎ মজুমদার
বিশ্বরূপ দে : সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন AISA এবং মহিলা সংগঠন AIPWA-র কর্মীদের ওপর বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট অধীনস্ত নরেন্দ্রপুর থানার পুলিশের বর্বরোচিত শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে ১০ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার উক্ত গণ-সংগঠনগুলির ডাকে রাজ্যব্যাপী পালিত হলো "প্রতিবাদ দিবস"।
দক্ষিণ ২৪ পরগণার বাখরাহাট, বজবজ, বেহালা, যাদবপুর থেকে শুরু করে রাজ্যের প্রতিটা জেলা জুড়ে ছাত্রযুব ও মহিলা সংগঠনগুলির মিছিল, মিটিং ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে নরেন্দ্রপুর থানার দোষী পুলিশ অফিসারদের উপযুক্ত শাস্তি ও সোমবারের ঘটনায় ধৃত ছাত্রযুব ও মহিলা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয় ।
এদিন বাখরাহাট মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআই (এমএল) লিবারেশনের যুব সংগঠন RYA-এর রাজ্য কমিটির সদস্য কমরেড শুভদীপ পাল, AIPWA-র জেলা নেত্রী কমরেড পূর্ণিমা হালদার, পার্টির লোকাল কমিটির সম্পাদক কমরেড নিখিলেশ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ । বজবজের বিভিন্ন গ্রামাঞ্চলেও উক্ত ঘটনার প্রতিবাদে AISA, AIPWA ও AIARLA-র পক্ষ থেকে "প্রতিবাদ দিবস" কর্মসূচি গ্রহণ করা হয় ।
প্রসঙ্গত উল্লেখ, দলিত আন্দোলনের অন্যতম কর্মী তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা শরদিন্দু উদ্দীপনকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার ৭ই ফেব্রুয়ারি কামালগাজি মোড়ে সিপিআই (এমএল) লিবারেশনের গণ-সংগঠন AISA ও AIPWA-র পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় । কর্মসূচি চলাকালীন নরেন্দ্রপুর থানার পুলিশ নির্মমভাবে লাঠি চালিয়ে বিক্ষোভকারিদের গ্রেফতার করে । এমনকি থানার ভেতরে মহিলা কর্মীদের অকথ্য গালিগালাজ, ধর্ষণ এবং খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । পরদিন ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হলে দুজনের জামিন মঞ্জুর হয় এবং বাকিদের ক্ষেত্রে পরবর্তী শুনানির দিন ধার্য করে মাননীয় আদালত । এই ঘটনাকে কেন্দ্র করে ১০ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রযুব ও মহিলা সংগঠন ।
গণ-সংগঠনের কর্মীদের ওপর পুলিশের এই নৃশংস হামলার বিরুদ্ধে রাজ্যের প্রত্যেক ছাত্রযুব ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি, নরেন্দ্রপুর থানার আরএসএস মতাদর্শী সাম্প্রদায়িক, অত্যাচারী পুলিশ আধিকারিকদের বরখাস্ত করার দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের আহ্বান জানিয়ে ১০ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিবৃতি জারি করেন সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার ।
উক্ত বিবৃতিতে তিনি বলেন,"বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত কুখ্যাত নরেন্দ্রপুর ও সোনারপুর থানা কিছুকাল আগে সংখ্যালঘু পুলিশ কর্মী সোহরাব হোসেন-র ওপর পাশবিক হামলা নামিয়ে এনে সংবাদ মাধ্যমের নজরে আসে । অতি সম্প্রতি দলিত আন্দোলনের পরিচিত মুখ শরদিন্দু উদ্দীপনকে ফেসবুকে তাঁর মতপ্রকাশের অধিকারকে হুমকির মুখে খর্ব করতে তাকে নরেন্দ্রপুর থানায় জিজ্ঞাসাবাদের নামে আটক করে হেনস্থা করা হয় । রাজ্যে মতপ্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে ও পুলিশী জুলুমের বিরুদ্ধে থানার কাছে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় AISA, AIPWA ও APDR । শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচির মিছিলে অংশগ্রহণকারী দু'জন ছাত্র ও একজন সুপরিচিত AIPWA নেত্রীর ওপর বিনা প্ররোচনায় ঝাঁপিয়ে পড়ে ব্যাপক মারধোর ও গালিগালাজ করে তিনজনকে আটক করে নরেন্দ্রপুর থানার পুলিশ । সহযোগী আন্দোলনকারীদের নিরন্তর হস্তক্ষেপে এদের তিনজনকে মুক্তি দিতে বাধ্য হলেও, পরমুহূর্তে থানা চত্বর থেকে স্লোগান দিয়ে বেরিয়ে আসার সময় থানার ‘মেজবাবু’র নেতৃত্বে উন্মত্ত পুলিশ বাহিনী অশ্লীল, অশ্রাব্য গালিগালাজ সহ আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ঘুষি, লাথি, লাঠি দিয়ে মাটিতে ফেলে অকথ্য হামলা নামিয়ে ছাত্রছাত্রী ও মহিলা কর্মীদের রক্তাক্ত করে গ্রেপ্তার করে । পরে মিথ্যা মামলা সাজিয়ে ৯ জনকে সারারাত পুলিশ লকআপে আটকে রাখে । গ্রেপ্তার করার পরও পুলিশি হেফাজতে কর্মীদের মারা হয় এবং মহিলা কর্মীদের ধর্ষণ, গুলি করে মেরে ফেলার হুমকি চালিয়ে যাওয়া হয় । থানার ‘মেজবাবু’র প্রতিটি কথা ও আচরণে গৈরিক, দাঙ্গাবাজ-সাম্প্রদায়িক মনোভাবের সুস্পষ্ট প্রকাশ পরিলক্ষিত হয় । পুলিশের মিথ্যা অভিযোগের ভিত্তিতে বারুইপুর আদালত গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের এক দিনের জেল হাজতের আদেশ দেন । এই ৯জন প্রতিবাদী গণআন্দোলনের কর্মীদের মধ্যে ২জন মহিলা আন্দোলনকারী গতকাল জামিন পেলেও পুলিশের অপপ্রয়াসে এখনও ৭জন জেলের অন্ধকারে রাত কাটাতে বাধ্য হচ্ছেন । আমরা আমাদের রাজ্যে তৃণমূল সরকারের পুলিশের এই বর্বরোচিত সন্ত্রাসের তীব্র বিরোধিতা করছি এবং নরেন্দ্রপুর থানার সাম্প্রদায়িক মতাদর্শী ‘দবঙ্গ’ ওসি অনির্বাণ বিশ্বাস ও ‘মেজবাবু' সুশোভন সহ দোষী পুলিশ অফিসারদের অবিলম্বে বরখাস্ত করার দাবি জানাচ্ছি । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের অভিনন্দন জানাই মুক্তি আন্দোলনে রাস্তা আঁকড়ে আন্দোলন কর্মসূচী গ্রহণ করার জন্য"।
মমতা ব্যানার্জীর সরকারকে এই অসহনীয় পুলিশি সন্ত্রাসের সমস্ত দায় নিতে হবে বলেও এদিন বিবৃতিতে মন্তব্য প্রকাশ করেন সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার ।
0 Comments