ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সরকারের অপশাসনের বিরুদ্ধে গণ-প্রতিরোধই একমাত্র বিকল্প - লিবারেশন

পৌর নির্বাচন প্রসঙ্গে সিপিআই (এমএল) লিবারেশনের প্রেস বিবৃতি

বিশ্বরূপ দে  :   ১২ই ফেব্রুয়ারি, শুক্রবার পশ্চিমবঙ্গের মোট চারটি জেলার পৌরসভা নির্বাচন । রাজ্যজুড়ে শাসক দলের রাজনৈতিক সন্ত্রাসকে চ্যালেঞ্জ জানিয়ে পৌর নির্বাচনে গণতন্ত্র রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ লিবারেশন । এই মর্মে ১১ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহষ্পতিবারই এক প্রেস বিবৃতি জারি করে সিপিআই (এমএল) লিবারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ।

  উক্ত বিবৃতিতে দলের রাজ্য কমিটির তরফে বলা হয়,"আগামীকাল (১২/২/২০২২) রাজ্যের ৪টি পৌরসভার নির্বাচন রয়েছে । নির্বাচন কমিশন জানিয়েছে, গণতন্ত্র রক্ষায় ৫০০০ পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে । তাতে নির্বাচক মন্ডলীর ভোটাধিকার রক্ষা করা সম্ভব হবে কিনা, এ ব্যাপারে কমিশন দায়বদ্ধ নয় বলেই সকলে মনে করেন । দিনের শেষে কমিশনের পক্ষ থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার চিরাচরিত ক্যাসেট বাজানো হবে । এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ২০১৮'র পঞ্চায়েত নির্বাচনের মতই অধিকাংশ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবার মহড়া দিচ্ছে । উত্তর বাংলার দিনহাটা এবং দক্ষিণবঙ্গের সাঁইথিয়া ও বজবজ পৌরসভা এবং মুর্শিদাবাদ সহ  রাজ্যের বেশ কয়েকটি জেলায় বেশ কিছু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে । ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মীদের বাড়িঘর ভাঙচুর, দৈহিক নির্যাতনের খবর আসতে শুরু করেছে । কিছুদিন আগে ত্রিপুরার পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন শাসকদল বিজেপি সন্ত্রাসের নজির সৃষ্টি করে  প্রায় ১০০ শতাংশ ভোট ও আসন দখল করে নিয়েছে । যে যেখানে ক্ষমতায়, সেখানে নিরঙ্কুশ ক্ষমতা বিস্তারে রাজ্য বা কেন্দ্রের শাসক দলগুলি উঠে পড়ে লেগেছে । এর বিরুদ্ধে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা ভিন্ন অন্য কোন পথ নেই । গণ প্রতিরোধই একমাত্র বিকল্প । নমিনেশন প্রত্যাহারের জন্যও দিকে দিকে ভয় ভীতি দেখানো শুরু হয়ে গেছে । আগামীকালের ৪টি পুরসভার ভোট ‌ আগামী ২৭শে ফেব্রুয়ারির ১০৮ টি পৌরসভা নির্বাচনের লিটমাস টেস্ট । জনগণ সেদিকে তাকিয়ে থাকবেন"।

Post a Comment

0 Comments