ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

হিজাব বিরোধীতায় উত্তপ্ত মুর্শিদাবাদ, চললো কাঁদানে গ্যাস

 হিজাব পরা সাংবিধানিক অধিকার - সীতারাম ইয়েচুরি

বিশ্বরূপ দে  ;    ইসলাম ধর্মাবলম্বী নারীদের স্কুল-কলেজে হিজাব পরার ঘটনায় তোলপাড় আঞ্চলিক ও জাতীয় রাজনীতি । এককথায় বলতে গেলে হিজাব ইস্যুতে সরগরম গোটা দুনিয়া । 

  তারই মধ্যে এবার হিজাব পরাকে কেন্দ্র করে সম্প্রতি কর্ণাটকের ঘটনার অনুরূপ চিত্র দেখা গেল পশ্চিমবঙ্গে । 

  মুর্শিদাবাদ জেলার সুতি থানা অন্তর্ভুক্ত একটি স্কুলে ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থীদের হিজাব পরে স্কুলে আসার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বেশ কিছু উন্মত্ত মানুষ । তাদের বক্তব্য, ধর্মীয় পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করা যাবে না । প্রথমে এ নিয়ে বচসা, বিরোধীতা এবং তা থেকে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে ওই স্কুল এবং পার্শ্ববর্তী এলাকা । "হিন্দুবাদী" সংগঠনের মানুষ ছাড়াও হিজাব পরে স্কুলে আসার বিরুদ্ধে সোচ্চার হন বহু স্থানীয় মানুষজন । মুসলিম ছাত্রীরা তাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পরে । অবশেষে ঘটনাস্থলে এসে পৌঁছয় জঙ্গিপুর থানার পুলিশ । 

  পুলিশি হস্তক্ষেপে প্রথমে শান্তিপূর্ণভাবে দুপক্ষের বিবাদ মেটানোর চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । বাধ্য হয়েই পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে । 

  অন্যদিকে, হিজাব কান্ড নিয়ে আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে শান্তির বার্তা দিয়েছে দেশের বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষ । তাদের বক্তব্য, ভারতীয় সংবিধানকে মর্যাদা দিয়ে চলাই প্রত্যেক ভারতীয়র প্রথম ও প্রধান দায়িত্ব । কোন ব্যক্তি বা সংগঠনের প্ররোচনায় পা দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা ও প্রত্যেক জাতিধর্মের সৌভ্রাতৃত্ব নষ্ট করা ঠিক নয় । কোন ব্যক্তির পোশাক বা ধর্মের ওপর বলপ্রয়োগ করে তা পরা বা ত্যাগ করতে বাধ্য করা সংবিধান বিরোধী ।

  এবিষয়ে সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি এক বিবৃতি প্রকাশ করে বলেন,"মুসলিম মহিলাদের হিজাব পরা তাদের সাংবিধানিক অধিকার"।

  পাশাপাশি, হিজাব কান্ড নিয়ে যখন দুনিয়া তোলপাড়, তখন ভোটের স্বার্থে হিজাব পরে নাটক করা পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী এখন চুপ কেন - এই প্রশ্নও উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে ।

Post a Comment

0 Comments